
সিটিভি নিউজ।। মনোয়ার হোসেন, রিপোর্টার চৌদ্দগ্রাম, কুমিল্লা : কুমিল্লার চৌদ্দগ্রামে অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে শ্রী বাবুল চন্দ্রনাথ (৬৫) নামে এক ভারতীয় নাগরিককে আটক করেছে বিজিবি’র উপজেলার আনন্দপুর বিওপি ক্যাম্প। বুধবার রাতে উপজেলার বাতিসা ইউনিয়নের দুর্গাপুর গ্রামের সীমান্তবর্তী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। আটককৃত বাবুল চন্দ্রনাথ ভারতের পশ্চিমবঙ্গের নদীয়া জেলার মায়াপুর থানার গৌরনগর গ্রামের মৃত প্রকাশচন্দ্র নাথের ছেলে। আনন্দপুর বিওপি ক্যাম্পের নায়েক সুবেদার মো. আব্দুল হালিম বাদী হয়ে অবৈধ অনুপ্রবেশের দায়ে একজনকে আসামি করে থানায় একটি মামলা দায়ের করেন। বৃহস্পতিবার বিকালে বিষয়টি নিশ্চিত করেছেন চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ হিলাল উদ্দিন আহমেদ।
এজাহার সূত্রে জান গেছে, উপজেলার আনন্দপুর বিওপি ক্যাম্পের বাতিসা ইউনিয়ন সীমান্তবর্তী দুর্গাপুর ২১১২/৪ এস পিলার হতে ১০০ গজ ভেতরে (বাংলাদেশের অভ্যন্তরে) অবৈধভাবে প্রবেশকালে ভারতের পশ্চিমবঙ্গ বিভাগীয় নদীয়া জেলার মায়াপুর থানার গৌরনগর গ্রামের মৃত প্রকাশচন্দ্র নাথের ছেলে শ্রী বাবুল চন্দ্রনাথ (৬৫) কে আটক কর হয়। আটককালে সে কোন বৈধ কাগজপত্র দেখাতে পারেনি। এ সময় তার কাছ থেকে ভারতীয় রুপি ও মোবাইল ফোন জব্দ করা হয়। অবৈধ অনুপ্রবেশের দায়ে বৃহস্পতিবার দুপুরে তার বিরুদ্ধে চৌদ্দগ্রাম থানায় মামলা দায়ের শেষে থানা পুলিশের কাছে তাকে হস্তান্তর করা হয়েছে। পরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
এ বিষয়ে চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হিলাল উদ্দিন আহমেদ জানান, ‘আনন্দপুর বিওপি ক্যাম্পের নায়েক সুবেদার আব্দুল হালিম বাদী হয়ে অবৈধ অনুপ্রবেশের দায়ে একজনকে আসামি করে থানায় মামলা দায়ের করেন। বিকালে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। সংবাদ প্রকাশঃ ০৪-০৭-২০২৫ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=