কুমিল্লার মুরাদনগরে উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখছেন, অন্তর্র্বতীকালীন সরকারের সমাজ কল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমিন এস মুরশিদ।
সিটিভি নিউজ।। বিল্লাল হোসেন, মুরাদনগর থেকে সংবাদদাতা জানান ঃ===========
নারী নির্যাতনকারীদের কঠোর হস্তে দমনের হুঁশিয়ারি দিয়েছেন অন্তর্র্বতীকালীন সরকারের সমাজ কল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমিন এস মুরশিদ। তিনি বলেন, "নারী নির্যাতনকারীদের কোনো প্রকার ছাড় দেওয়া হবে না এবং তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।"
বুধবার সন্ধ্যায় কুমিল্লার মুরাদনগরে উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই মতবিনিময় সভায় নারী নির্যাতন প্রতিরোধের গুরুত্ব এবং এ বিষয়ে সরকারের অঙ্গীকার তুলে ধরা হয়।
সভায় আরও বক্তব্য রাখেন, নারী নির্যাতন প্রতিরোধ সেলের প্রকল্প পরিচালক (যুগ্ম সচিব) ড. প্রকাশ কান্তি চৌধুরী, উপদেষ্টার একান্ত সচিব তারেক মোহাম্মদ জাকারিয়া, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ শাখার সিনিয়র সহকারী সচিব সারাওয়াত মেহজাবীন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মাহফুজা মতিন, জেলা সমাজ সেবা বিভাগের উপ-পরিচালক নুরল ইসলাম পাটওয়ারী ও মুরাদনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল মালিক। বক্তারা সমাজে নারী নির্যাতনের বিরুদ্ধে সচেতনতা বৃদ্ধি এবং প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের ওপর জোর দেন।
এই সভা নারী নির্যাতন রোধে সরকারের দৃঢ় অবস্থানের একটি স্পষ্ট বার্তা দিয়েছে এবং স্থানীয় প্রশাসনকে এ বিষয়ে আরও সক্রিয় ভূমিকা পালনের নির্দেশ দিয়েছে। সংবাদ প্রকাশঃ ০৩-০৭-২০২৫ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=