Thursday, July 3, 2025
spot_img
More

    দেবীদ্বারে ফল মেলা ও কৃষি প্রণোদনা কর্মসূচির উদ্বোধন দেশী ফল ও ফল চাষ প্রযুক্তি সম্পর্কে নতুন প্রজন্মকে ধারনা দিতে হবে

    সিটিভি নিউজ।। এবিএম আতিকুর রহমান বাশার ঃ দেবীদ্বার (কুমিল্লা) প্রতিনিধি/============
    উপজেলা কৃষি অফিসারের কার্যালয় দেবীদ্বারের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে ফল মেলা ২০২৫ ও কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় বীজ, চারা ও সার বিতরণ কর্মসূচীর উদ্বোধন করা হয়েছে।
    উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ বানিন রায়ের সভাপতিত্বে উপজেলা নির্বাহী অফিসার ও প্রশাসক দেবীদ্বার উপজেলা পরিষদ মোহাম্মদ আবুল হাসনাত খাঁন কার্যক্রম দুটির উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, কৃষক-কৃষাণী, শিক্ষার্থী, সাংবাদিক ও সাধারণ দর্শণার্থী উপস্থিত ছিলেন।
    ফল মেলায় দেবীদ্বার উপজেলায় উৎপাদিত বিভিন্ন রমকের ও জাতের প্রচলিত ও অপ্রচলিত ১০০ টির বেশি ধরণের ফলের সমাহার লক্ষ্য করা গেছে।
    ফল মেলায় ছাদ বাগানে উৎপাদিত বড় আকৃতির আনারস যেমন ছাদ কৃষির নতুন দোয়াড় দর্শণার্থীদের সামনে তুলে ধরেছে, বাণিজ্যিক ফল বাগানে উৎপাদিত ড্রাগন, মাল্টা, কিউজাই বা রেড পালমার আম ঠিক তেমনি দেবীদ্বার উপজেলার বাণিজ্যিক ফল বাগানের সফলতার ও আশার বাণী সকলের মন কেড়েছে। পাশাপাশি ডেওয়া, আশফল, ননিফলসহ নানা প্রচলিত ফলের সমাহার শিক্ষার্থীদের সামনে বাংলার ফলের বৈচিত্র সম্পর্কে পরিচিত হওয়ার সুযোগ করে দিয়েছে।
    উপজেলা কৃষি অফিস সূত্রে জানানো হয়, ২০২৪-২৫ অর্থবছরের খরিফ-২ মৌসুমে উপজেলার ১৮০০ জন কৃষককে রোপা আমন প্রণোদনার আওতায় ৫ কেজি উফশী ধান বীজ, ১০ কেজি ডিএপি সার ও ১০ কেজি এমওপি সার, ৪০ জন কৃষককে গ্রীষ্মকালীন মরিচ চাষের লক্ষ্যে ১০ গ্রাম করে হাইব্রিড মরিচ বীজ, বালাইনাশক ও সার, ৮০ জন কৃষককে গ্রীষ্মকালীন সবজি বীজ ও সার, ২০০ জন কৃষক ও ৪৬ টি প্রতিষ্ঠানকে ৫টি করে নারিকেল চারা, ৪০ জন কৃষক ৫টি করে আমের চারা, ৩০ জন কৃষক বা প্রতিষ্ঠানকে ৪টি করে তালের চারা ও বেড়ার উপকরণ, ৭০ জন কৃষক ৫টি করে লেবুর চারা ও ১০ কেজি জৈবসার ও ৮২০ জন শিক্ষার্থী ৪ টি করে চারা (কাঁঠাল, জাম, নিম ও বেল) পাবেন।
    উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ বানিন রায় জানান, দেবীদ্বারে উৎপাদিত নানা প্রচলিত ও অপ্রলিত ফল, ছাদ বাগান ও বাণিজ্যিক বাগানে উৎপাদিত ফল এবং দেশীর ফলের পুষ্টি গুণাগুন দেবীদ্বারবাসী বিশেষ করে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে এই ফল মেলার আয়োজন করা হয়েছে। আমরা সফল কয়েকজন কৃষক ও ফল উৎপাদনকারীকে পুরস্কৃত করবো। এখন গাছ লাগানেরা মৌসুম। আমি সকলকে ফল গাছ রোপণের আহ্বান জানাই। চারা সংগ্রহের ক্ষেত্রে সরকারি হর্টিকালচার সেন্টার, শাসনগাছা, বিএডিসি নার্সারি, সৈয়দপুর, বুড়িচং, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্র, নোয়াপাড়া, কুমিল্লা ও বাগানি কৃষককে অগ্রাধিকার দিতে পরামর্শ দিব। তাছাড়া, রোপা আমন প্রণোদনার ক্ষেত্রে মাঠ ভিত্তিক ক্লাষ্টার আকারে রোপা আমন চাষাবাদের পর আগাম রবি ফসল ও সরিষা চাষের উদ্যোগ গ্রহণ করতে নির্দেশনা প্রদান করা হয়েছে। দেবীদ্বার উপজেলায় কৃষি মন্ত্রণালয়ের প্রণোদনা কর্মসূচির উদ্দেশ্যসমূহ সফলভাবে বাস্তবায়ন হবে সেই প্রত্যয় নিয়ে আমরা কাজ করছি।
    উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আবুল হাসনাত খাঁন বলেন, দেশী ফল যাতে বিলুপ্ত না হয়, সে জন্য আমাদের বেশী বেশী দেশী ফলের চারা রোপনে মনোনিবেশ হতে হবে। এ সম্পর্কে তাদের ধারনা দিতে হবে। তিনি মেলায় বিভিন্ন ধরনের দেশী ফল ও ফল চাষ প্রযুক্তি সম্পর্কে জানার পাশাপাশি রাসায়নিকমুক্ত পুষ্টিকর ও সুশাদু ফল উৎপাদন ও ক্রয়ের আহবান জানান।
    উদ্বোধনী অনুষ্ঠান শেষে তিনি মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন এবং ফল উৎপাদনে প্রযুক্তিগত অগ্রগতির প্রশংসা করেন।

    ছবির ক্যাপশনঃ দেবীদ্বারে ফল মেলা ও কৃষি প্রণোদনা কর্মসূচির উদ্বোধনী সভার কিছু ছবি। সংবাদ প্রকাশঃ ০৩-০৭-২০২৫ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

    আরো সংবাদ পড়ুন

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -
    Google search engine

    সর্বশেষ সংবাদ

    Recent Comments