নারায়ণগঞ্জে শিক্ষার্থী ধর্ষণের শিকার ধর্ষক গ্রেপ্তার

সিটিভি নিউজ, এম আর কামাল, নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ : নারায়ণগঞ্জ সিটির বন্দরে ষষ্ঠ শ্রেনীর এক ছাত্রী (১৩)কে ধর্ষণের ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে। ভুক্তভোগী শিক্ষার্থীর বড় ভাই রিপন বাদী হয়ে মঙ্গলবার (০১ জুলাই) সকালে বন্দর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে এ মামলা দায়ের করেন। (যার মামলা নং- ২(৭)২৫।)
পুলিশ ধর্ষক সিয়াম (১৮)কে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃত সিয়াম বন্দর থানার ২২ নং ওয়ার্ডের এস এম শাহ রোডস্থ বীর মুক্তিযোদ্ধা নাছির কাজীর বাড়ীর ভাড়াটিয়া ও উক্ত এলাকার শুক্কুর মিয়ার ছেলে। তাকে মঙ্গলবার দুপুরে আদালতে প্রেরণ করেছে পুলিশ।
এর আগে গত শনিবার সন্ধ্যা সাড়ে ৭টায় বন্দর থানার বন্দর বাজার এস এস শাহা রোড সংলগ্ন বীর মুক্তিযোদ্ধা নাছির কাজীর বাড়ীর ফাঁকা টিনসেড রুমে ধর্ষণের ঘটনাটি ঘটে। পুলিশ ভিকটিমকে উদ্ধার করে মঙ্গলবার সকালে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে ডাক্তারী পরিক্ষার পর ওই দিন দুপুরে আদালতে প্রেরণ করেছে।
মামলার তথ্যমতে, বাদী রিপন তার পরিবার সহ দীর্ঘ ১০ বছর ধরে বন্দর থানার এস এস শাহা রোডস্থ বীর মুক্তিযোদ্ধা নাছির কাজীর বাড়ীতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করে আসছে। সিয়ামসহ তার পরিবার একই বাড়ীতে দীর্ঘ ৩ বছর যাবৎ ভাড়াটিয়া হিসেবে বসবাস করে। স্কুল শিক্ষার্থী ভিকটিম শনিবার সন্ধ্যা সাড়ে ৭টায় তার বড় ভাই রিপন বাসা থেকে চলে যায়। এ সময় সিয়াম পূর্ব পরিকল্পনা শিক্ষার্থীর মুখ চেপে ধরে জোরপূর্বক বন্দর বাজারস্থ এস এস শাহা রোড সংলগ্ন বীর মুক্তিযোদ্ধা নাছির কাজীর বাড়ীর ফাঁকা টিনসেড রুমে নিয়ে যায়। ওই সময় স্কুল ছাত্রী চিৎকার ও চেচামেচি করলে ওই সময় সিয়াম স্কুল ছাত্রী ব্যবহৃত ওড়না দিয়ে মুখ বেধে ধর্ষণ করে। পরে বিভিন্ন ধরণের ভয়ভীতি দেখিয়ে কৌশলে পালিয়ে যায় সিয়াম। সংবাদ প্রকাশঃ ০২-০৭-২০২৫ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=