Wednesday, July 2, 2025
spot_img
More

    ব্রাহ্মণপাড়ায় ডেঙ্গু ও করোনা প্রতিরোধে সকলকে এগিয়ে আসার আহ্বান

    সিটিভি নিউজ।। আতাউর রহমান, ব্রাহ্মণপাড়া সংবাদদাতা জানান ==============
    পারিবারিক ও সামাজিক সচেতনতা বৃদ্ধি না হলে চলমান ডেঙ্গু ও করোনা নিয়ন্ত্রণ সম্ভব নয়। স্বাস্থ্য বিভাগের পরামর্শ মেনে এসব রোগ প্রতিরোধে অংশ নিতে সকলকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়।
    সোমবার (৩০ জুন) বেলা ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত আইনশৃঙ্খলা কমিটির সভায় এই আহ্বান জানানো হয়।
    এছাড়াও সভায় বাল্যবিবাহ, মাদক, চোরাচালান, সীমান্তবর্তী অপরাধ, কিশোর গ্যাং ও যানজট নিয়ন্ত্রণসহ আরও বিভিন্ন বিষয়ে কঠোর পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।

    সভায় বক্তারা বলেন, সাম্প্রতিক সময়ে সারাদেশে ডেঙ্গু রোগ ও করোনা ভাইরাসের সংক্রমণ বৃদ্ধি পাচ্ছে। বিশেষ করে কুমিল্লার চান্দিনায় ডেঙ্গু রোগের প্রকোপ দেখা দিয়েছে। এসব রোগ প্রতিরোধে পারিবারিক ও সামাজিক সচেতনতা বৃদ্ধি জরুরি। এজন্য যার যার অবস্থান থেকে এসব রোগ প্রতিরোধে এগিয়ে আসতে হবে। নিজে সচেতন হতে হবে এবং পাশাপাশি অন্যকেও সচেতন করে তুলতে হবে।

    বক্তারা আরও বলেন, মাদক একটি সামাজিক ব্যাধি। এর হাত থেকে তরুণ ও যুবসমাজকে রক্ষা করতে হবে। আর এজন্য মাদকের ভয়াবহতার বিরুদ্ধে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। মাদকের বিরুদ্ধে পারিবারিক ও সামাজিক ঐক্য প্রতিষ্ঠা করতে হবে।

    বক্তারা বলেন, বাল্যবিবাহ বন্ধে বাল্যবিবাহের কুফল সম্বন্ধে অভিভাবকদের অবহিত করতে হবে। অভিভাবকদের সচেতন করে তুলতে পারলেই বাল্যবিবাহ সমাজ থেকে বন্ধ হয়ে যাবে। কিশোর গ্যাং নিয়ন্ত্রণে প্রশাসনের পাশাপাশি অভিভাবকদের ভূমিকা রয়েছে। অভিভাবকরা নিজেদের সন্তানরা কোথায় কি করছে সে খোঁজখবর রাখতে হবে। সন্তানদের নিয়ন্ত্রণে রাখতে পারলে সমাজ থেকে কিশোর গ্যাংয়ের সদস্য সৃষ্টির সম্ভাবনা অনেকাংশে কমে যাবে।

    ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও ) মাহমুদা জাহানের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার ( ভূমি ) সৈয়দ ফারহানা পৃথা, ব্রাহ্মণপাড়া থানার ওসি মোহাম্মদ দেলোয়ার হোসেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. তোফায়েল আহমেদ ভূঁইয়া, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. শহীদুল করিম, মৎস্য কর্মকর্তা মো. রাগীব হাসান, মহিলা বিষয়ক কর্মকর্তা লুৎফা ইয়াসমিন, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সৈয়দা হালিমা পারভীন, দুলালপুর ইউপি চেয়ারম্যান আনিসুর রহমান রিপন ভূঁইয়া, ব্রাহ্মণপাড়া প্রেসক্লাবের সভাপতি সৈয়দ আহাম্মেদ লাভলু, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার ইদ্রিস মিয়া মাস্টার, মো. নুরুল ইসলাম, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মো. রেজাউল করিম, আনসার ভিডিপির উপজেলা প্রশিক্ষক মো. নাজিউর রহমান, মো. মাসুদ আলম, ইথারসহ আইনশৃঙ্খলা কমিটির অন্যান্য সদস্যরা। সংবাদ প্রকাশঃ ০১-০৭-২০২৫ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

    আরো সংবাদ পড়ুন

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -
    Google search engine

    সর্বশেষ সংবাদ

    Recent Comments