
সিটিভি নিউজ।। সৌরভ মাহমুদ হারুন ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি।।
কুমিল্লার সীমান্তবর্তী এলাকায় সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) কর্তৃক পরিচালিত মাদক ও চোরাচালানবিরোধী বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় অবৈধ পণ্য ও মাদকদ্রব্য জব্দ করা হয়েছে। ২৭ থেকে ২৯ জুন পর্যন্ত চলা এই অভিযানে ব্রাহ্মণপাড়া, বুড়িচং, আখাউড়া ও কসবা উপজেলার সীমান্ত এলাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আনুমানিক ১ কোটি ৫ লাখ ৯৮ হাজার ১৮০ টাকা মূল্যের অবৈধ মালামাল জব্দ করা হয়।
২৯ জুন রোববার রাত সাড়ে ১০টার দিকে এ বিষয়টি নিশ্চিত করেছেন ৬০ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ জিয়াউর রহমান, পিবিজিএম, বিজিবিএমএস, এএসসি।
জব্দকৃত মালামালের মধ্যে রয়েছে শাড়ি, থ্রি-পিস, মেহেদী, মাইক্রোবাস, অটোরিকশা, অ্যাকুরিয়াম ফিস, মোবাইল ডিসপ্লে, সিএনজি, বাসমতি চাল, ফুসকা, বাঁজি, শিং মাছ, গরু, মাছের রেনু, সেভেন ওয়েল তেল, মোবাইল, ব্যাগ, অলিভ অয়েল, হুইস্কি, ইস্কাফ সিরাপ, গাঁজা এবং বিয়ার।অভিযানকালে দুইজন চোরাকারবারীকে হাতেনাতে আটক করা হয়। আটকৃতরা হলেন বুড়িচং উপজেলার বাকশীমূল মধ্যপাড়ার আলম মিয়ার ছেলে মোঃ ইমদাদুল হক (৩০), কসবা উপজেলার চাটুয়াখোলা (দক্ষিণ চকবস্তা) এলাকার জজু মিয়ার ছেলে মো. বাছির হোসাইন(২৪)।আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বুড়িচং ও কসবা থানায় হস্তান্তর করা হয়েছে।
৬০ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ জিয়াউর রহমান, পিবিজিএম, বিজিবিএমএস, এএসসি জানান, সীমান্তের নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে তাদের আভিযানিক কার্যক্রম এবং গোয়েন্দা তৎপরতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে। সংবাদ প্রকাশঃ ০১-০৭-২০২৫ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=