
সিটিভি নিউজ,এম আর কামাল, নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ : নারায়ণগঞ্জের আড়াইহাজারে একটি সম্পত্তি সংক্রান্ত সংঘর্ষের ঘটনায় সামাজিক বৈঠকে দোষী সাব্যস্ত হয়ে জরিমানার শিকার হয়ে প্রতিপক্ষকে মিথ্যা মামলা দিয়ে হয়রানী করার অভিযোগ উঠেছে। ঘটনাটি উপজেলার ফতেপুর ইউনিয়নের ৬ নং ওয়ার্ড দাবুরপুরা এলাকার।
মামলার ১ নং বিবাদী বাদশা মিয়া জানান, বিগত ৩০ এপ্রিল একই গ্রামের হাকিম, আউয়াল গং একটি সম্পত্তি সংক্রান্তে সংঘর্ষে লিপ্ত হয়ে তার ভাতিজা আনোয়ার, নবী হোসেন এবং ভাইয়ের স্ত্রী সামছুন্নাহারসহ তার পরিবারের কয়েকজনকে কুপিয়ে এবং পিটিয়ে জখম ও হাড় ভাঙ্গা জখমে আহত করে।
এ বিষয়ে তিনি আড়াইহাজার থানায় একটি লিখিত অভিযোগ দিলে স্থানীয় গন্যমান্যগণ বিষয়টি স্থানীয় ভাবে বৈঠক করে মিমাংসা করে দেন। বৈঠকে হাকিম গং দোষী সাব্যস্ত হলে তাদেরকে জরিমানা করা হয়। বৈঠকে হেরে হাকিম গং হীন শত্রুতা চরিতার্থ করা জন্য ১৩ জুন আড়াইহাজার থানায় বাদশা মিয়া, আনোয়ার, খালেকসহ ১০ জনের নাম উল্লেখ করে একটি ফৌজদারী মামলা দায়ের করে। যার মধ্যে কোন আহত ব্যক্তির হাসপাতালে চিকিৎসা গ্রহণ করার কোন কাগজপত্র নেই। এ ব্যাপারে শালিসে থাকা গ্রামের গন্যমান্য ব্যাক্তিবর্গ বাদশা মিয়া গংদের পক্ষে গণস্বাক্ষর সম্বলিত একটি লিখিত মন্তব্য দিয়েছেন।
এ ব্যাপারে মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই সাইফুল জানান, ৩২৫/৩২৬ ধারা না হলে চিকিৎসার কাগজ এবং মেডিকেল সার্টিফিকেটের প্রয়োজন হয় না।
বাদশা মিয়া গং সাংবাদিকদের মাধ্যমে এ বিষয়ে পুলিশের কাছে নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে সঠিক রিপোর্ট প্রদানের মাধ্যমে মামলা থেকে অব্যাহতির দাবী জানিয়েছেন। সংবাদ প্রকাশঃ ১৭-০৬-২০২৫ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=