
সিটিভি নিউজ।। সৌরভ মাহমুদ হারুন ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি====== কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শিদলাই এলাকায় ৮ জুন রেববার বিকেল থেকে গভীর রাত পর্যন্ত একটি কালো রংয়ের পাগলা কুকুরের কামড়ে এলাকার ৭ জন আহত হয়েছে। এ নিয়ে এলাকায় কুকুর আতঙ্ক বিরাজ করছে।
একলা বাসী সূত্রে জানা গেছে, উপজেলার শিদলাই ইউনিয়নের ওই গ্রামের বিভিন্ন বয়সী ৭ জনকে পাগলা কুকুরে কামড়িয়ে আহত করেছে। গত রোববার বিকাল থেকে গভীর রাত পর্যন্ত পাগলা কুকুরটি কামড়ের এই তান্ডব চালানোর ফলে এলাকাবাসীর মধ্যে ভয়ভীতি ও আতঙ্ক বিরাজ করছে। এতে এলাকার লোকজন ছোট ছেলে মেয়ে এবং বিভিন্ন বয়সী লোকজনেরা নিরাপদে থাকার চেষ্টা করছে। অপরদিকে ওই পাগলা কুকুরটি পুরো এলাকা দৌড়ে দৌড়ে বেড়াচ্ছে এবং ষাকে সামনে পাচ্ছে তাকে কামড়ে পালিয়ে যাচ্ছে। এলাকাবাসী ধারণা করছেন
ধারণা করা হচ্ছে কুকুরটি জলাতঙ্ক রোগে আক্রান্ত।
কুকুরের কামড়ে আহতরা হলো, উপজেলার শিদলাই ইউনিয়নের শিদলাই এলাকার সিরাজুল ইসলামের স্ত্রী রহিমা বেগম ( ৫৭ ), জাকির হোসেনের স্ত্রী রোকসানা আক্তার ( ৩২ ), সাজেদুল ইসলাম সাজুর ছেলে মো. গোলাম নূর ( ৯ ), এনামুল হকের ছেলে সাইম ( ১৩ ), দ্বীন ইসলামের ছেলে নাঈম ( ১৮ ), সিদ্দিকুর রহমানের ছেলে সিয়াম ( ১৯ ) ও মিন্টু মিয়ার ছেলে ফারুক ইসলাম ( ৪০ )। ধারণা করা হচ্ছে কুকুরটি জলাতঙ্ক রোগে আক্রান্ত। ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. শঙ্খজিৎ সমাজপতি বলেন, কুকুরের কামড়ে আহত রোগীদের চিকিৎসা দিয়ে বাড়ি পাঠানো হয়েছে। সংবাদ প্রকাশঃ ১০-০৬-২০২৫ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=