দেবীদ্বারে মক্তব ও নূরানী শিক্ষার উন্নয়নে ‘সেমিনার’ ‘মক্তব এবং নূরানী’ প্রতিষ্ঠানগুলো এলেম শিক্ষার ভিত্তি

সিটিভি নিউজ।। এবিএম আতিকুর রহমান বাশার, দেবীদ্বার (কুমিল্লা) প্রতিনিধি/
কুমিল্লার দেবীদ্বারে মক্তব ও নূরানী শিক্ষার্থীদের শিক্ষার উন্নয়নে সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৯ মে) দুপুরে উপজেলার মোহাম্মদপুর ‘জামিয়া ইসলামিয়া ক্কওমী মাদ্রাসার’ উদ্যোগে এলাহাবাদ ইউনিয়নের ২৫টি মক্তব ও নূরানী মাদ্রাসার শিক্ষার উন্নয়নে ওই ‘সেমিনার’ অনুষ্ঠিত হয়েছে। একই সাথে মক্তব ও নূরানী শিক্ষার্থীদের কেরাত, হাম, নাত, গজল প্রতিযোগীতায় বিজয়ীদের পুরস্কার বিতরণ এবং কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও সম্মাননা প্রদান অনুৃষ্ঠিত হয়েছে।
মোহাম্মদপুর ‘জামিয়া ইসলামিয়া ক্কওমী মাদ্রাসা’র মোহতামিম মুফতি মাওলানা এনামুল হাসান ফরহাদ’র সভাপতিত্বে এবং শাহ জালাল ও আবুল হোসেনের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দেবীদ্বার উপজেলা প্রেসক্লাবের সভাপতি এবিএম আতিকুর রহমান বাশার, বিশেষ অতিথি বিশিষ্ট মিডিয়া কর্মী মো. মনিরুজ্জামান, শুভপুর মানব সেবা ফাউন্ডেশনের সভাপতি মো. সোহেল আহমেদ মোল্লা। আলোচনায় অংশ নেন, খতিব মাওলানা মো. বশির আহমেদ, খতিব মাওলানা মো. সাইফুল ইসলাম, হাফেজ জুবায়ের আহমেদ, হজরত মাওলানা মো. হারুন-অন-রশিদ প্রমূখ।
প্রধান অতিথি সাংবাদিক এবিএম আতিকুর রহমান বাশার বলেন, ‘মক্তব এবং নূরানী’ এলেম শিক্ষার ভিত্তি। যেখান থেকে ধর্মীয় শিক্ষা ও নিয়ম কানুনগুলো শুদ্ধরুপে জ্ঞানার্জন করা হয়। ২০ শতকের আগ পর্যন্ত মক্তব মুসলিম বিশে^র জনশিক্ষার একমাত্র মাধ্যম ছিল। নূরানীতে ছহিশুদ্ধ কোরান শিক্ষা দেয়া হয়। আধুনিক স্কুল বৃদ্ধির ফলে মক্তব শিক্ষার প্রসারতা কমেযায়। ধর্মীয় শিক্ষার প্রাথমিক ধাপগুলো শুদ্ধরুপে পাঠদানে মক্তব ও নূরানী শিক্ষার প্রসার ঘটাতে হবে।
তিনি আরো বলেন, রাসুলুল্লাহ আলাইহি ওয়া সাল্লামের সময় বাচ্চাদের শিক্ষার জন্য আলাদা কোন মক্তব ছিলনা। হজরত ওমর (রাঃ) এর শাসনামলে সর্বপ্রথম বাচ্চাদের জন্য মক্তব প্রতিষ্ঠা করা হয়। তিনি আরবে ৩ টি মক্তব প্রতিষ্ঠা করেছিলেন। ইসলামী সাম্রাজ্যের বিস্তৃতির সাথে সাথে বিজীত অঞ্চলে শিক্ষাধিক্ষার দিকেও মনোযোগ দেন। শাম বিজয়ের পর সেখানে অনেক মক্তব প্রতিষ্ঠা হয়। এসব মক্তবগুলোতে আরবির পাশাপাশি ফার্সি ভাষারও প্রচলন ছিল। কবি আদহাম বিন মেহরাজ বাহেলী মক্তবেই শিক্ষা নেন। সেকালে ‘ফার্সি’ রাজ ভাষা হওয়ায় হিন্দু বালকরা বিশেষ করে কায়েস্থ পরিবারের ছেলেরা মক্তবের মৌলভীদের কাছে শিক্ষা গ্রহন করতেন। বিদ্যাসুন্দরের লেখক রামপ্রসাদ সেন ও রাজা রাম মোহন রায়ও মক্তবে লেখাপড়া করেন।
আলোচনা শেষে বিভিন্ন প্রতিযোগীতায় বিজয়ী এবং কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার ও সম্মাননা ক্রেস্ট তুলে দেন অতিথিরা। মক্তব ও নুরানী মাদ্রাসা প্রধানদের পাগড়ী ও নামাজের মাসেলা উপহার দেয়া হয়।
ছবির ক্যাপশন ঃ দেবীদ্বারে মক্তব ও নূরানী শিক্ষার উন্নয়নে ‘সেমিনার’ এ অতিথি, শিক্ষক ও শিক্ষার্থীদের ছবি। সংবাদ প্রকাশঃ ২৯-০৫-২০২৫ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন