Sunday, May 25, 2025
spot_img
More

    কুমিল্লায় শুরু হয়েছে তিনদিন ব্যাপী ভূমি মেলা

    সিটিভি নিউজ।। নেকবর হোসেন কুমিল্লা প্রতিনিধি==========
    “নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি, নিজের জমি সুরক্ষিত রাখি” এই প্রতিপাদ্যে কুমিল্লায় শুরু হয়েছে তিনদিন ব্যাপী ভূমি মেলা। রবিবার (২৫ মে) সকালে ভূমি মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে এবং জেলা প্রশাসন, কুমিল্লা ও আদর্শ সদর উপজেলা ভূমি অফিসের যৌথ উদ্যোগে কুমিল্লা জেলা পরিষদ প্রাঙ্গণে বেলুন উড়িয়ে ও ফিতা কেটে মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মো: আমিরুল কায়ছার।
    পরে মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন জেলা প্রশাসক সহ অতিথিগণ।
    স্টল পরিদর্শন শেষে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জেলা পরিষদ অডিটোরিয়ামে এসে আলোচনা সভায় মিলিত হয়।
    আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক আমিরুল কায়ছার।
    কুমিল্লা আদর্শ সদর কর্মকর্তা ফাতেমাতুজ জোহরার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল মালিক, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ফাহমিদা মোস্তফা, অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি তৌহিদুল ইসলাম, ডেপুটি সিভিল সার্জন সারোয়ার আলম।
    অনুষ্ঠানে সঞ্চালনা করেন তানজিনা আক্তার।
    এসময় সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানসমূহের কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক, শিক্ষার্থী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
    বিশিষ্ট ক্রীড়া সংগঠক বদরুল হুদা জেনু, বীর মুক্তিযোদ্ধা আবদুল মতিন, কবির হোসেন, কুমিল্লা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জাহিদ হাসান, বিশিষ্ট নারী নেত্রী রোটারিয়ান দিনাশি মোহসেন, সাংবাদিক এম হাসান, বীর মুক্তিযোদ্ধা নুরে আলম ভূইয়া, সাংবাদিক শাহাজাদা এমরান,
    অনলাইনে ভূমি উন্নয়ন কর প্রদানে উৎসাহিত করা, ভূমি সংক্রান্ত যেকোনো তথ্য ও অভিযোগের জন্য হটলাইন নম্বর ১৬১২২ ব্যবহারের গুরুত্ব এবং জনসাধারণের মাঝে ভূমি বিষয়ক সেবাসমূহ সম্পর্কে সচেতনতা সৃষ্টি করাই এই মেলার মূল উদ্দেশ্য।
    তিন দিনব্যাপী এই মেলায় থাকবে ভূমি মন্ত্রণালয়ের অনলাইন সেবা প্রদর্শনী, যেখানে আগত দর্শনার্থীগণ অনলাইনে ভূমি উন্নয়ন কর প্রদানের রেজিস্ট্রেশন, ই-নামজারির আবেদন, খতিয়ানের সার্টিফাইড কপি প্রাপ্তির আবেদন, সকল আবেদন ফি সম্পূর্ণভাবে অনলাইনে প্রদানের সুযোগ প্রভৃতি বিষয়ে সম্যক ধারণা পাবেন। এছাড়াও মাঠপর্যায়ে চলমান জরিপ কার্যক্রম বিষয়ে গণশুনানি, আপিল দাখিল ও নিষ্পত্তির ব্যবস্থা থাকবে। ভূমি আইন, বিধিমালা এবং সার্কুলার সমূহের বিষয়েও উপস্থিত দর্শনার্থীদের ধারণা দেওয়া হবে। শিক্ষার্থীদের মাঝে ভূমি বিষয়ে সচেতনতা তৈরির লক্ষ্যে আয়োজিত হবে কুইজ প্রতিযোগিতা। থাকবে অডিও-ভিডিও কনটেন্ট, ভূমি আড্ডা এবং মেলায় আগত সেবা গ্রহীতাদের অভিযোগ ও মতামত গ্রহণের ব্যবস্থা। সেবা বুথে জেলা প্রশাসক, অতিরিক্ত জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী অফিসার, সহকারী কশিনার (ভূমি)-সহ দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাগণ উপস্থিত থেকে আগত দর্শনার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেবেন।
    মেলার ৩য় দিন সমাপনী অনুষ্ঠানে অংশগ্রহণকারী সেরা স্টলকে পুরস্কার ও সনদ বিতরণ করা হবে। ভূমি মেলা-২০২৫ স্বচ্ছ, দক্ষ, আধুনিক ও টেকসইভূমি ব্যবস্থাপনার মাধ্যমে ভূমির সর্বোত্তম ব্যবহার এবং ভূমি সংক্রান্ত জনবান্ধব সেবা গ্রহণের পথে কুমিল্লাবাসীকে এগিয়ে নিয়ে যাবে বলে প্রত্যাশা করা যাচ্ছে। সংবাদ প্রকাশঃ ২৫-০৫-২০২৫ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

    আরো সংবাদ পড়ুন

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -
    Google search engine

    সর্বশেষ সংবাদ

    Recent Comments