সিটিভি নিউজ, এম আর কামাল, নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ : নারায়ণগঞ্জের আড়াইহাজারে আবারো দুর্ধষ ডাকাতি সংঘঠিত হয়েছে। বৃহস্পতিবার (২২ মে) গভীররাতে উপজেলার সদর পৌরসভার ঝাউগড়া এলাকায় আলমের মালিকানাধীন একটি মুড়ির মিলে এই ডাকাতির ঘটনা ঘটে।
এলাকাবাসি জানিয়েছে, রাত ১টার দিকে ১৫/২০ জনের মুখোশ পরিহিত ডাকাত দল দরজা ভেঙ্গে ভেতরে ঢুকে দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে নগদ ৪০ হাজার টাকা, ২টি মটর, ৫টি মোবাইলসহ অন্যনা মালামাল লুটে নেয়।
আড়াইহাজার থানার ওসি (তদন্ত) সাইফ উদ্দিন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। তবে বেশী কিছু নিতে পারেনি।
প্রসঙ্গত, গত মঙ্গলবার রাতে আড়াইহাজারে রামচন্দ্রদী গ্রামে ৩ বাড়ীতে ডাকাতি হয়। এই সকল ডাকাতির ঘটনায় কোন ডাকাত গ্রেফতার বা মালামাল উদ্ধার হয়নি। সংবাদ প্রকাশঃ ২৩-০৫-২০২৫ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=