সিটিভি নিউজ।। “প্রেস রিলিজ”।।
সেনাবাহিনী ও র্যাব-১১ এর যৌথ অভিযানে ০১ টি বিদেশী পিস্তল, ০১ রাউন্ড গুলি ও ০১ টি ম্যাগাজিন সহ ০১ জন গ্রেফতার।
র্যপিড এ্যাকশন ব্যাটালিয়ন র্যাব)-১১ গত ০৫ আগষ্ট ২০২৪ তারিখ হতে অদ্যবধি দায়িত্বপূর্ণ এলাকায় বিভিন্ন অভিযানে চাঞ্চল্যকর অপরাধী ৯৮ জন গ্রেফতার, আরসা সদস্য-১৫ জন গ্রেফতার, হত্যা মামলায় ১১৬ জন গ্রেফতার, ধর্ষণ মামলায় ৫২ জন গ্রেফতার, অস্ত্র সংক্রান্ত মামলায় ১৬ জন গ্রেফতারসহ ৮৫ টি অস্ত্র, ১২৮৫ রাউন্ড গোলাবারুদ উদ্ধার এবং ২৯৫ জন এর অধিক মাদক কারবারি গ্রেফতারসহ বিপুল পরিমাণ মাদক উদ্ধার করে। পাশাপাশি ৪৪ জন অপহরণকারী গ্রেফতারসহ ৩৯ জন ভিকটিম উদ্ধার এবং ছিনতাইকারী ও ডাকাত ৫৫ জন, জেল পলাতক ৩৬ জনসহ অন্যান্য অপরাধী প্রায় ২৮৯ জনকে গ্রেফতার করে আইনের আওতায় এনে র্যা ব-১১ জনগণের সুনাম অর্জন করতে সক্ষম হয়েছে।
গত ২১ মে ২০২৫ ইং তারিখ রাতে সেনাবাহিনী ও র্যাব)- ১১ এর বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানাধীন দক্ষিণ চর্থা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে হাফেজ আহম্মদ (৫২) নামক ০১ জন আসামীকে গ্রেফতার করা হয়। এসময় সরকার মোস্তাফিজুর রহমান @ ওয়াফি (২৪) নামক এক ব্যক্তি পালিয়ে যায়। গ্রেফতারকৃত আসামী হাফেজ আহম্মদ এর অবস্থানরত গার্ড রুম তল্লাশী করে ০১ টি বিদেশী পিস্তল, ০১ টি ম্যাগাজিন এবং ০১ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, গ্রেফতারকৃত আসামী হাফেজ আহম্মদ (৫২) কুমিল্লা জেলার চান্দিনা থানার দারোরা গ্রামের মৃত আবদুল কাদের এর ছেলে। গ্রেফতারকৃত আসামীকে জিজ্ঞাসাবাদে আরো জানা যায়, উদ্ধারকৃত আগ্নেয়াস্ত্রটি পলাতক আসামী সরকার মোস্তাফিজুর রহমান @ ওয়াফি (২৪) গ্রেফতারকৃত আসামী হাফেজ আহম্মদ এর হেফাজতে রেখে যায়। পলাতক আসামী সরকার মোস্তাফিজুর রহমান @ ওয়াফি (২৪) দীর্ঘদিন যাবৎ নিজ এলাকা সহ কুমিল্লার বিভিন্ন স্থানে অবৈধভাবে অস্ত্র প্রদর্শন করে প্রভাব বিস্তার সহ বিভিন্ন ধর্তব্য অপরাধ সংগঠিত করে আসছিল। উক্ত বিষয়ে গ্রেফতারকৃত আসামী ও পলাতক আসামীদ্বয়ের বিরুদ্ধে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন। অস্ত্রধারী সন্ত্রাসীদের বিরুদ্ধে র্যাবের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন দীপক চন্দ্র মজুমদার অতিরিক্ত পুলিশ সুপার সিনিয়র সহকারী পরিচালক ভারপ্রাপ্ত কোম্পানী অধিনায়ক র্যাব)--১১, সিপিসি-২, কুমিল্লা। সংবাদ প্রকাশঃ ২২-০৫-২০২৫ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=