
সিটিভি নিউজ।। আতাউর রহমান, ব্রাহ্মণপাড়া ( কুমিল্লা ) প্রতিনিধি===========
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় জমা বৃষ্টির পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুর ঘটনায় শোকসন্তপ্ত পরিবারের পাশে দাঁড়ালেন ইউএনও মাহমুদা জাহান। মঙ্গলবার ( ২০ মে ) বিকেলে উপজেলার চান্দলা ইউনিয়নের রামচন্দ্রপুর এলাকায় ওই দুই শিশুর বাড়ি যান তিনি। এ সময় তিনি ওই দুই পরিবারকে সমবেদনা জানান এবং আর্থিক সহায়তা করেন।
প্রশাসন সূত্রে জানা গেছে, জমা বৃষ্টির পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুর ঘটনায় ইউএনও মাহমুদা জাহান ঘটনাস্থলসহ মৃত ওই দুই শিশুর বাড়ি পরিদর্শন করেন। এ সময় তিনি শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। পরে শোকসন্তপ্ত পরিবারগুলোকে প্রশাসনের পক্ষ থেকে নগদ ৪০ হাজার টাকা অর্থ সহায়তা প্রদান করা হয়।
ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মাহমুদা জাহান বলেন, আজ মঙ্গলবার দুপুরে ব্রাহ্মণপাড়া উপজেলার চান্দলা ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামে পানিতে ডুবে ২ টি শিশুর মর্মান্তিক মৃত্যু হয়। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করি। শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে। এছাড়াও তাৎক্ষণিকভাবে ওই দুটি পরিবারকে প্রশাসনের পক্ষ হতে নগদ আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
এর আগে একইদিন দুপুরে উপজেলার চান্দলা ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামে বাড়ির পাশের সম্প্রতি মাটি কেটে তৈরি করা ডোবায় বৃষ্টির জমা পানিতে ডুবে জিহাদ ( ৫ ) ও সাড়ে তিন বছর বয়সী রায়হান নামের দুই শিশু মারা যায়। সংবাদ প্রকাশঃ ২১-০৫-২০২৫ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=