Wednesday, May 21, 2025
spot_img
More

    বিদেশি বিনিয়োগের নামে ইস্ট ইন্ডিয়া কোম্পানি মার্কা বিনিয়োগের পদক্ষেপ জনগণ মানবে না =স উ ম আবদুস সামাদ

    সিটিভি নিউজ।। গাজী জাহাঙ্গীর আলম জাবির, সংবাদদাতা কুমিল্লা।।
    .রাখাইনে করিডোর প্রদান বিষয়ে রাষ্ট্রীয় পরিকল্পনা ও পরিকল্পিত ষড়যন্ত্রের প্রতিবাদ, নারীবিষয়ক সংস্কার কমিশনের কোরআন- সুন্নাহবিরোধী প্রতিবেদন ও কমিশন বাতিল এবং চট্টগ্রাম বন্দরে সন্দেহজনক হস্তক্ষেপের প্রতিবাদে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট চট্টগ্রাম জেলার আয়োজনে প্রতিবাদ সমাবেশ ২০ মে ২০২৫, মঙ্গলবার, বিকাল ৩ টায় চট্টগ্রাম প্রেসক্লাব চত্বরে অনুষ্ঠিত হয়। চট্টগ্রাম মহানগর দক্ষিণ সভাপতি মাওলানা ইউনুস যুক্তিবাদির সভাপতিত্বে এবং কেন্দ্রীয় সহ-প্রকাশনা সচিব মাওলানা মুহাম্মদ নুরুল্লাহ রায়হান খানের পরিচালনায় সমাবেশে স্বাগত বক্তব্য রাখেন প্রস্তুতি কমিটির আহবায়ক জননেতা অধ্যাপক আবুল মনছুর দৌলতি। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মহাসচিব অধ্যক্ষ স উ ম আবদুস সামাদ। প্রধান আলোচক ছিলেন আহলে সুন্নাত সাংগঠনিক সচিব ড. ইসমাইল নোমানি। বক্তব্য রাখেন, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট প্রেসিডিয়াম সদস্য পীরজাদা গোলামুর রহমান আশরফ শাহ, প্রচার সচিব মাস্টার আবুল হোসাইন, প্রকাশনা সচিব সৈয়দ মুহাম্মদ আবু আজম, শ্রম ও কৃষি সচিব এম মহিউল আলম চৌধুরী, সাহিত্য সাংস্কৃতিক সচিব এনামুল সিদ্দিকি, কেন্দ্রীয় প্রচার উপ-কমিটি সদস্য সৈয়দ এয়ার মুহাম্মদ পেয়ারু, এনাম রেজা কাদেরি, কেন্দ্রীয় সদস্য মুহাম্মদ জয়নুল আবেদীন, চট্টগ্রাম দক্ষিণ জেলা সভাপতি মাওলানা ফেদৌসুল আলম খান, সাধারণ সম্পাদক মুহাম্মদ আলি হোসাইন, চট্টগ্রাম মহানগর উত্তর সাধারণ সম্পাদক নাসির উদ্দীন মাহমুদ, সহ সভাপতি নবী হোসাইন, যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক কাজি আমিন উল্লাহ, চট্টগ্রাম মহানগর উত্তরের সহ সভাপতি হাফেজ নুরুল আলম, গিয়াস উদ্দিন নেজামি,সাধারণ সম্পাদক আলমগীর বঈদি, দক্ষিণ জেলা সহ-সাধারণ সম্পাদক ডি.আই.এম জাহাঙ্গীর। উপস্থিত ছিলেন সোহাইল আনছারি, মুহাম্মদ ইউসুফ, যুবসেনা দায়িত্বশীল ইব্রাহিম খলিল, যুবসেনা দক্ষিণ জেলা সাংগঠনিক সম্পাদক মুনির উদ্দিন, মাওলানা জিল্লুর রহমান হাবিবি, সিরাজুল ইসলাম, করিম উদ্দিন নুরি, ফরিদুল আলম জেহাদি, ফজল আহমদ, আমান উল্লাহ আমান, মাওলানা ইউসুফ জিলানী, মুহাম্মদ মহিউদ্দিন, ইঞ্জিনিয়ার বাহার উল্লাহ, মাওলানা আবু সাদেক রিজভী, নুর রায়হান চৌধুরী, তারিফ হোসাইন, হানিফ মান্নান প্রমূখ।
    বক্তাবৃন্দ বলেন- অন্তর্বর্তীকালীন এই সরকার যদি করিডোরের নামে রাখাইনের বিদ্রোহীদের সঙ্গে সমঝোতা করে মায়ানমারের সার্বভৌমত্বকে উপেক্ষা করে কোনো ব্যবস্থা নেয়, তাহলে বাংলাদেশ সরাসরি এক বিপজ্জনক যুদ্ধ জটিলতায় জড়িয়ে পড়তে পারে।’ রাখাইন অঞ্চল নিয়ে চীন, ভারত ও রাশিয়ার কৌশলগত স্বার্থ রয়েছে। করিডোরের সুযোগে যুক্তরাষ্ট্র ওই এলাকায় প্রবেশ করলে তা আঞ্চলিক উত্তেজনা বাড়াবে। বাংলাদেশ-মিয়ানমার সীমান্ত যুদ্ধক্ষেত্রে পরিণত হতে পারে, যা গাজার মতো ভয়াবহ পরিণতির দিকে দেশকে ঠেলে দেবে।’ নেতৃবৃন্দ বলেন- এই সিদ্ধান্তের মাধ্যমে একটি গোষ্ঠী নিজেদের স্বার্থ রক্ষার লক্ষ্যে দেশের সার্বভৌমত্ব, স্বাধীনতা ও অর্থনীতিকে জিম্মি করে ফেলছে। দুর্ভিক্ষ, অস্ত্র চোরাচালান, জঙ্গিবাদ ও আন্তর্জাতিক গোষ্ঠীগত দ্বন্দ্ব ছড়িয়ে পড়ার আশঙ্কাও থেকে যাচ্ছে। তারা বলেন, এই ধরনের করিডোর বাংলাদেশকে ধীরে ধীরে এক পরাশক্তির যুদ্ধের খেলায় পরিণত করবে। অর্থনৈতিকভাবে ভঙ্গুর দেশটি এর ফলে অস্ত্র কেনার নামে হাজার কোটি ডলারের ঋণ চুক্তিতে ঢুকবে এবং জাতীয় সম্পদ হারানোর ঝুঁকিতে পড়বে। করিডোর ইস্যু নিয়ে দেশ ধ্বংসের পথে ঠেলে দেওয়ার আগেই দেশবাসীকে অনিশ্চয়তার রাহুগ্রাস থেকে বাঁচানোর আহবান জানাচ্ছে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট। প্রধান অতিথি বলেন- রইস হত্যাকারীদের যদি দ্রুত গ্রেফতার করা না হয় , মাজার ভাঙ্গার প্রতিকারসহ সুফিবাদি জনতার সাথে বৈষম্যমূলক আচরণ যদি বন্ধ করা না হয় এবং মানবিক করিডোর খোলার সিদ্ধান্ত ও বিতর্কিত নারীনীতি থেকে যদি সরকার সরে না আসে দেশের মানুষ বসে থাকব। তিনি বলেন আমরা দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, জাতীয় ঐক্যের ভিত্তিতে ভারসাম্যপূর্ণ সমাজ ব্যবস্থা দেখতে চাই।জুলাই বিপ্লবের চরিত্রের উপর আঘাত করা কোনো ধরনের বৈষম্যমূলক আচরণ পূনরায় দেখতে চায়না দেশের সাধারণ জনগণ। সভাপতির বক্তব্যে মাওলানা ইউনুস যুক্তিবাদি বলেন- উপরোক্ত জাতীয় ইস্যুগুলো নিয়ে ইঞ্জিনিয়ার আব্দুল খালেক মিলনায়তন বুকিং দেয়া হলেও অদৃশ্য অঙ্গুলির ইশারায় ঘন্টাখানেক আগে বুকিং বাতিল করে প্রেসক্লাব কর্তৃপক্ষ বৈষম্যমূলক আচরণ করেছে। যারা বস্তুনিষ্ঠ সাংবাদিকতার কথা বলে তারা পক্ষপাতদুষ্ট আচরণ করে নিজেদের মুখোশ উম্মোচন করে দিয়েছে বলেও মন্তব্য করেন তিনি । এদিকে , চট্টগ্রাম প্রেসক্লাব কর্তৃপক্ষের অযাচিত হস্তক্ষেপের প্রতিবাদে তাৎক্ষনিক বিক্ষোভ কর্মসূচি পালন করে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট ও ছাত্রসেনা। সংবাদ প্রকাশঃ ২০-০৫-২০২৫ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

    আরো সংবাদ পড়ুন

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -
    Google search engine

    সর্বশেষ সংবাদ

    Recent Comments