
সিটিভি নিউজ।। গত ১৭ই মে, শনিবার, কুমিল্লা কান্দিরপাড়স্থ বিএনপি দলীয় কার্যালয়ে একদল উশৃংখল যুবকদেরদ্বারা সংঘটিত অগ্নিসংযোগের ঘটনায় কুমিল্লা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু বাদী হয়ে কুমিল্লা কোতয়ালী থানায় ৫জনকে আসামী করে একটি মামলা দায়ের করেছেন। দায়ের করা মামলার অভিযোগে তিনি বলেছেন,
রোববার (১৯ মে) রাতে কুমিল্লা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু বাদী হয়ে কোতোয়ালি মডেল থানায় এ মামলা করেন। অভিযাগে যাদেরকে আসামী করা হয়েছে তারা হলেন বিবাদীঃ ১। মোঃ মহসিন (৩২), পিতাঃ রশিদ মিয়া, সাং-ধর্মসাগরের পশ্চিম পাড়, ১০নং ওয়ার্ড, কুসিক, থানাঃ কোতয়ালী ২। সালাহ উদ্দিন প্রকাশ রকি (৩০), পিতাঃ অজ্ঞাত, সাং-আশ্রাফপুর (ইয়াসিন মার্কেটের সামনে), থানাঃ সদর দক্ষিণ ম ৩। মোঃ সোহাগ হোসেন (৩০), পিতাঃ অজ্ঞাত, সাং-শাসনগাছা (দফাদার বাড়ি; জনৈক বাদল মিয়ার ভাগিনা), থানাঃ কোড মডেল, ৪। সাইফুল ইসলাম (২৫), পিতাঃ অজ্ঞাত, সাং-কালিয়াজুরী, ০৩নং ওয়ার্ড, কুসিক, খানাঃ কোতয়ালী মডেল, ে
কুমিল্লা, ৫। মারুফ আহমেদ (২৪), পিতাঃ অজ্ঞাত, সাং-শ্রীপুর, ০৭নং ওয়ার্ড, ০৫নং পাঁচথুবী ইউপি, থানাঃ কোতয়ালী
জেলাঃ কুমিল্লা’গণ সহ তাদের সঙ্গীয় অজ্ঞাতনামা ২০/৩০ জন বিবাদী। ।
মামলায় সাক্ষীরা হলেন ১। মোঃ আনোয়ারুল হক (৫১), আহব্বায়ক, কুমিল্লা (দঃ) জেলা যুবদল, পিতাঃ মৃত নুরুল হক, সাং-চম্পকনগর (সা মধ্য পাড়া, ছানু চেয়ারম্যান বাড়ি), ০২নং উত্তর দূর্গাপুর ইউপি, ২। ফরিদ উদ্দিন শিবলু (৪০), সদস্য সচিব, কুমিল্লা (দঃ)। যুবদল, পিতাঃ অহিদুল আলম, সাং-০২নং কান্দিরপাড় (কুমিল্লা শিক্ষা বোর্ডের পিছনে), ৩। রোমান হাসান (৪৫), সদস্য ১ কুমিল্লা মহানগর যুবদল, পিতাঃ এমডি মুরাদ, সাং-পূর্ব চাঁন্দপুর (জার্মানি হাউজ), ০৬নং ওয়ার্ড, কুসিক, ৪। সৈয়দ মেরাজ ( ই স্নাহব্বায়ক, কুমিল্লা (দঃ) জেলা স্বেচ্ছাসেবক দল, পিতাঃ সৈয়দ জহিরুল হক, সাং-চাঁন্দপুর (দক্ষিণ পাড়া), ০৯নং ওয়ার্ড, পাঁচথুবী, ৫। আমিরুল রাকিব (৪২), আহব্বায়ক, স্কুল রোড), ১১নং ওয়ার্ড, কুসিক, ৬। একেএম শাহেদ পান্না (৪০), সদস্য সচিব, কুমিল্লা মহানগর স্বেচ্ছাসেবক দল, ৭। আনে সমম হোসেন (৪০), সদস্য সচিব, কুমিল্লা (দঃ) জেলা স্বেচ্ছাসেবক দল, ৮। নাহিদ রানা (৩৪), সভাপতি, মহানগর ছাত্রদল, ৯৪: যোবায়ের আলম জিলানি (৩২), সভাপতি, কুমিল্লা (দঃ) জেলা ছাত্রদল, ১০। এমদাদুল হক ধীমান (৩৫), সাধারণ সম্প কুমিল্লা (দঃ) জেলা ছাত্রদল’গণ সহ আরো অনেকে।
অভিযোগের বর্ণনায় বলা হয় আসামী অভিযুক্ত মোঃ মহসিন (৩২), সালাহ উদ্দিন প্রকাশ রকি (৩০), মোঃ সোহাগ হোসেন (৩০), সাইফুল ইসলাম (২৫), মারুফ আহ (২৪)’গণ সহ তাদের সঙ্গীয় অজ্ঞাতনামা ২০/৩০ জন বিবাদীদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করিতেছি যে, আমি রাজনৈতিক বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র কুমিল্লা মহানগর এর সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করিয়া আসিতে উল্লেখিত বিবাদীরা অবৈধ অস্ত্রধারী সন্ত্রাসী, দাঙ্গাবাজ, অত্যাচার-জুলুমকারী, উগ্র ও বখাটে প্রকৃতির বলিয়া এলাকায় সর্বা ২৩৬/১০৯ ৩৫ পরিচিত। বিবাদীরা নিজেদের জাহির করার উদ্দেশ্যে কুমিল্লা শহরের বিভিন্ন এলাকায় ত্রাস সৃষ্টি করিয়া থাকে। বাংলা। তীয়তাবাদী দল বিএনপি’র অঙ্গ সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সাধারণ সম্প বশে ১৫/০৫/২০২৫খ্রিঃ তারিখ কুমিল্লা মহানগর ও কুমিল্লা (দঃ) জেলার ছাত্রদলের কমিটি ঘোষনা করে। উক্ত কমিটি’র ঘোষ ৫৩/২৫ ডি পরবর্তী সময়ে কুমিল্লা মহানগর ও (সঃ) জেলা ছাত্রদলের নবগঠিত কমিটি’র সদস্যরা সহ নেতা-কর্মীরা কুমিল্লা শহরে আ ২০২৫৫ করে। কুমিল্লা মহানগর ও (দঃ) জেলা ছাত্রদলের নবগঠিত কমিটি ঘোষনা পর হইতে উল্লেখিত বিবাদীরা নিজেদেরকে বি -ফ্যাসিস্ট আওয়ামী লীগের সরকারের আমলে ত্যাগী নেতা-কর্মী, কারা নির্যাতিত ও পদবঞ্চিত ছাত্রদলের কর্মী দাবী করিয়া মহানগর ও (দঃ) জেলা ছাত্রদলের সদ্য ঘোষিত কমিটি বাতিল করাসহ কুমিল্লা শহরে অরাজকতা সৃষ্টির লক্ষ্যে গভীর ষড়ম করিয়া আসিতে থাকে। এরই ধারাবাহিকতায় ইং-১৭/০৫/২০২৫ খ্রিঃ তারিখ। সন্ধ্যা অনুমান ০৬:৪০ ঘটিকার সময় উল্লো বিবাদীরা সহ তাদের সঙ্গীয় অজ্ঞাতনামা ২০/৩০ জন বিবাদী সকলেই বে-আইনি জনতাবদ্ধে হাতে বিভিন্ন প্রকারের আগ্নেয়াস্ত্র, ধারালো চাপাতি, ছেনী, লাঠি-সোটা, রড, ইত্যাদি প্রর্দশন পূর্বক কুমিল্লা কোতয়ালী মডেল থানাধীন কুমিল্লা কর্পোরেশনের ১০নং ওয়ার্ডের অন্তর্গত কান্দিরপাড় (কুমিল্লা ভিক্টোরিয়া সরকারী কলেজ রোড) সাকিনের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র কার্যলয়ের সামনে পাকা রাস্তার উপর আসিয়া কুমিল্লা মহানগর ও (দঃ) জেলা ছাত্রদলের সদ্য ঘোষিত কমিটি বাতিলের লক্ষ্যে বিদ্বেষ ও উস্কানি মূলক শ্লোগান দিতে থাকে। বিবাদীদের এহেন আচরণ, বিদ্বেষ ও উস্কানি মূলক শ্লোগানের রাস্তায় যানবাহন চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করাসহ জনমনে আতঙ্ক ও ভীতির সৃষ্টি করে। উল্লেখিত বিবাদীরা ইহাতেও ক্ষান্ত না হইয়া আরো বেশি উত্তেজিত হইয়া বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটি’র নেতৃবৃন্দের সিদ্ধান্ত’কে অমান্য করিয়া অনাধিকারে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র কুমিল্লার কার্যলয়ের ভিতরে প্রবেশ করিয়া তাদের হাতে থাকা ধারালো চাপা জেনী, লাঠি-সোটা, রড, ইত্যাদি দিয়া এলোপাথাড়ি পিটাইয়া কার্যালয়ের দেওয়ালে ঝুলানো বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও ০৩ বারের প্রধানমন্ত্রি বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ছবি ভাংচুর করেছে। ছবিগুলো মাটিকে ফেলিয়া অবমাননা করে। কার্যলয়ের চেয়ার, টেবিল, গ্লাস, দরজা-জানালা ভাংচুর করিয়া ব্যাপক ক্ষতিসাধন করে। একপর্যায়ে বিবাদীরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটি সহ কুমিল্লা মহানগর ও (দঃ) জেলা ছাত্রলগে নবগঠিত কমিটি’র সদস্যরা সহ নেতা-কর্মীদের প্রতি ক্ষিপ্ত হইয়া ঘটনাস্থল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র কার্যলয়ে থাকা মূল্যবান আসবাবপত্র ও প্রয়োজনীয় ডকুমেন্ট সমূহ আগুন দিয়া পোড়াইয়া ব্যাপক ক্ষতি সাধন করে। কার্যলয়ের ভিতরে আগুন দেখিতে পাইয়া পার্শ্ববর্তী ব্যবসায়ী ও রাস্তার পথচারীরা আগাইয়া আসিয়া পানি দিয়া আগুন নিয়ন্ত্রন করিতে সক্ষম হয়। উল্লেখিত বিবাদীরা সহ তাদের সঙ্গীয় অজ্ঞাতনামা বিবাদীরা তাদের হাতে থাকা বিভিন্ন প্রকার আয়েয়াস্ত্র প্রদর্শন করতঃ ককটেল বিস্ফোরণ ঘটাইয়া জনমনে ত্রাস ও আতংক সৃষ্টি করে। ঘটনার আলোকে জনমনে ব্যাপক আতংকের সৃষ্টি হয়। উল্লেখিত বিবাদীরা ককটেল বিস্ফোরন ঘটাইতে ঘটাইতে দ্রুত ঘটনাস্থল হইতে দিক-বেদিকে দৌড়াইয়া চলিয়া যায়। আমি আমার নেতা-কর্মীদের মাধ্যমে সংবাদ পাইয়া দ্রুত ঘটনাস্থলে যাই এবং উপস্থিত লোকজনদের কাছ হইতে ঘটনার বিস্তারিত জানি ও শুনি। পরবর্তীতে আমি ঘাটনাস্থলের পার্শ্ববর্তী ব্যবসায়ী’দের সিসি ক্যামেরার ফুটেজ হইতে বিবাদীদের সনাক্ত পূর্বক নাম-ঠিকানা সংগ্রহ করি ঘটনার বিষয়টি স্থানীয় ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ’কে অবহিত করাইয়া এবং উনাদের পরামর্শক্রমে খানায় অত্র অভিযোগ দায়ের করিলাম। আমি রাজনৈতিক প্রোগ্রামের কাজে ব্যস্ত থাকায় অত্র অভিযোগ ০৮নং সাক্ষী নাহিদ রানা’র মাধ্যমে অভিযোগটি থানায় প্রেরন করিলাম। সংবাদ প্রকাশঃ ১৯-০৫-২০২৫ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=