
সিটিভি নিউজ।। কুমিল্লার গ্রুপ থিয়েটার সংগঠন যাত্রিক নাট্যগোষ্ঠির ৫০বছরে সংগঠনের বর্ষব্যাপী অনুষ্ঠানমালার অংশ হিসেবে গতকাল ১৭ মে শনিবার সন্ধ্যা ৭টায় কুমিল্লা ক্লাব অডিটোরিয়ামে শ্রুতি নাটক ”পাকা দেখা” মঞ্চস্থ হয়েছে। ্অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে অনুষ্ঠিত হয়েছে যাত্রিক নাট্যগোষ্ঠী কুমিল্লার সদস্য শাহনাজ সুলতানা রেশমার একক সংগীতানুষ্ঠান ”ভালো লাগার গান” পরিবেশিত হয়েছে ।
সংগঠনের সভাপতি অধ্যক্ষ হাসান ইমাম মজুমদার এর সভাপত্বিতে স্বাগত বক্তব্য রাখেন ্অনুষ্ঠান উপকমিটির আহবায়ক ্অধ্যক্ষ শরীফুল ইসলাম, কুমিল্লা শুভেচ্ছা বক্তব্য রাখেন কুমিল্লা ক্লাবের সাধারণ সম্পাদক আহমেদ শোয়েব সোহেল। অনুষ্ঠানের শুরুতে সংগঠনের প্রতিষ্ঠা লগ্নে সদস্য প্রবীণ নাট্য শিল্পী মোঃ হাসিম আপু ও মোঃ গিয়াসউদ্দিন ফুল দিয়ে শুভেচ্ছা জানান সংগঠনের সভাপতি অধ্যক্ষ হাসান ইমাম মজুমদার ফটিক ও সাধারণ সম্পাদক প্রণব কুমার সাহা নাট্টু।
অনুষ্ঠানের শুরুতে শোক প্রস্তাব পাঠ করেন এডভোকেট আবুল হোসেন। অনুষ্ঠানের প্রথম পর্বে স্বপন গাঙ্গুলী রচিত ”পাকা দেখা” মঞ্চস্থ হয় । এতে অভিনয় করেন এডভোকেট নজরুল ইসলাম মজুমদার রতন ও রোকসানা আক্তার তামান্না।
দ্বিতীয় পর্বে পরিবেশিত হয় যাত্রিক সদস্য শাহনাজ সুলতানা রেশমার একক সংগীতানুষ্ঠান ”ভালো লাগার গান”। সংগীত পরিবেশনার শুরুতে শিল্পীর সংক্ষিপ্ত জীবনী উপস্থাপন করেন এডভোকেট রফিকুল ইসলাম। শিল্পী রেশমা বাংলা,হিন্দি ও উর্দু ভাষার মোট ১২টি সংগীত পরিবেশন করেন। পরে অনুষ্ঠানে যাত্রিকের সদস্য তোফায়েল আহমেদ, নন্দিতা বণিক ও পূজা রায় একটি নৃত্য পরিবেশন করেন।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন তপন সেনগুপ্ত ও ফারজানা আক্তার তুলি। সমন্বয়ে নাছের মিয়াজী বাবু ও সার্বিক ব্যস্থাপনায় প্রনব কুমার সাহা নান্টু।
সংবাদ প্রকাশঃ ১৮-০৫-২০২৫ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=