
সিটিভি নিউজ।। এবিএম আতিকুর রহমান বাশার, দেবীদ্বার (কুমিল্লা) প্রতিনিধি/================
কুমিল্লার দেবীদ্বারে দিনের আলোতে স্বর্ণের দোকানের তালা কেটে স্বর্ণালঙ্কার চুরি। দোকান মালিক তালাবদ্ধ করে জুম্মার নামাজ পড়ে এসে দেখেন, সাটারের তালা কাটা, দোকানে ঢুকে দেখেন সুকেসে থাকা প্রায় ৪০ ভরি স্বর্ণাল্কংার নেই।
শুক্রবার (১৬ মে) দুপুরে জুম্মার নামাজের সময়, দেবীদ্বার নিউমার্কেট কলেজ রোডের ‘বারেক প্লাজা’র পূর্ব গলির ‘খাদিজা শিল্পালয়ে’ সংঘবদ্ধ একটি চোর চক্র ঘটনাটি ঘটায়। এসময় ওই দোকানের প্রায় ৪০ ভরি স্বর্ণালঙ্কার লুট করে নেয় ওই চক্রের সদস্যরা।
‘খাদিজা শিল্পালয়’র স্বত্বাধিকারী মোঃ জাকির হোসেন জানান, শুক্রবার দুপুরে জুম্মার নামাজ পরার জন্য দোকান তালা দিয়ে বের হয়েছি। নামাজ থেকে ফিরে দোকান খুলতে যেয়ে দেখি তালা লাগানো নেই, তালাগুলো চোর চক্র নিয়ে গেছে। পরে দোকানের ভিতরে ঢুকে দেখি আমার সুকেসের তালা ভেঙে সবকিছু চুরি করে নিয়ে গেছে। আমার প্রায় ৪০ ভরি স্বর্ণালঙ্কার নিয়ে গেছে। আমি যে এখন পথে বসে গেলাম।
পরে দোকানের সিসি ক্যামের ফুটেজে দেখা গেল কিভাবে সুকেসের তালা ভেঙ্গে স্বর্ণালঙ্কারগুলো ব্যাগে পুড়িয়ে নিয়ে যাচ্ছে। ওই সময় মার্কেটের সামনের দোকান বন্ধ থাকলেও অধিকাংশ দোকান খোলা ছিল। অন্যান্য ব্যবসায়িরা জানান, ঘটনার সময় ৪/৫ জন অজ্ঞাত পরিচয়ের যুবক ও কিশোর কি যেন বলা বলি করে কাঁচা বাজারের ভেতর দিয়ে বেড়িয়ে যায় কিন্তু চুরির বিষয়টি তখন বুঝতে পারেননি।
এবিষয় দেবীদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুদ্দীন মোহাম্মদ ইলিয়াছ বলেন, খবর পেয়ে আমাদের ফোর্স সেখানে গিয়েছে। তদন্তে পুলিশের একাধিক টিম মাঠে কাজ করছে।
ছবির ক্যাপশনঃ দেবীদ্বারে চুরি হওয়া ‘খাদিজা শিল্পালয়’র ছবি ও সিসি ক্যামেরার ফুটেজে চোর সুকেস থেকে স্বর্নালঙ্কারগুলো ব্যাগে পুড়াচ্ছে। সংবাদ প্রকাশঃ ১৮-০৫-২০২৫ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=