Sunday, May 18, 2025
spot_img
More

    তিন দিনেও কুমিল্লায় সাংবাদিক বাহার রায়হান হামলা মামলার আসামি গ্রেফতার হয়নি

    সিটিভি নিউজ।। সংবাদদাতা জানান =====
    কুমিল্লা নগরীর কান্দিরপাড় এলাকায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে সন্ত্রাসী হামলার শিকার হওয়া সাংবাদিক বাহার উদ্দিন রায়হানকে ছুরিকাঘাতের ঘটনায় তিন দিন পার হলেও এখনো কোনো আসামিকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। এতে হতাশা প্রকাশ করেছেন ভুক্তভোগী ও তার সহকর্মীরা। আহত বাহার রায়হান সময় টেলিভিশনের কুমিল্লা প্রতিনিধি হিসেবে দীর্ঘদিন কাজ করছেন।
    ভুক্তভোগী জানান, জাতীয়তাবাদী ছাত্রদলের কুমিল্লা মহানগর ও দক্ষিণ জেলার নতুন কমিটি ঘোষণাকে কেন্দ্র করে পদবঞ্চিত নেতাকর্মীরা গত ১৫ মে রাত সাড়ে নয়টার দিকে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছিলেন। এসময় তিনি সংবাদ সংগ্রহ করতে গিয়ে দেখতে পান একটি অ্যাম্বুলেন্স রোগীসহ আটকে পড়েছে। মানবিক দিক বিবেচনায় আন্দোলনকারীদের রাস্তা ছেড়ে দেওয়ার অনুরোধ করলে ১০-১২ জন অজ্ঞাত ব্যক্তি তার ওপর চড়াও হয়। একপর্যায়ে ধারালো ছুরি দিয়ে তার গলা ও ডান উরুতে আঘাত করে গুরুতর জখম করা হয়।
    এ ঘটনায় গত ১৬ মে কোতোয়ালী মডেল থানায় অজ্ঞাতনামা ১০-১২ জন বিভাগের বিরুদ্ধে তিনি একটি লিখিত অভিযোগ দায়ের করেন। কিন্তু ঘটনার তিন দিন পার হলেও পুলিশ এখনো কাউকে শনাক্ত বা গ্রেফতার করতে পারেনি।
    এ বিষয়ে কুমিল্লা প্রেস ক্লাবের নেতৃবৃন্দ ও কুমিল্লা কর্মরত গণমাধ্যম কর্মীরা তীব্র ক্ষোভ ও নিন্দা প্রকাশ করে হামলাকারীদের দ্রুত গ্রেফতার এবং বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন।
    এ বিষয়ে কোতোয়ালী মডেল থানার ওসি মোঃ মহিনুল ইসলাম বলেন, বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। আমরা সিসিটিভি ফুটেজ সংগ্রহসহ বিভিন্ন তথ্য যাচাই করে তদন্ত চালিয়ে যাচ্ছি। দ্রুত জড়িতদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নেয়া হবে। সংবাদ প্রকাশঃ ১৭-০৫-২০২৫ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

    আরো সংবাদ পড়ুন

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -
    Google search engine

    সর্বশেষ সংবাদ

    Recent Comments