
সিটিভি নিউজ।। প্রেসবিজ্ঞপ্তি।। ঈদুল আজহাকে সামনে রেখে হায়ারচুয়াল এগ্রো অনলাইন ভাগে কোরবানি আনুষ্ঠানিকভাবে চালু করেছে।
ঢাকার প্রধান কার্যালয় থেকে দেওয়া এক ঘোষণায় প্রতিষ্ঠানটি জানায়, এবারও গ্রাহকদের জন্য নিরাপদ, সুবিধাজনক ও সম্পূর্ণ শরিয়াহ সম্মত কোরবানির অভিজ্ঞতা নিশ্চিত করতে তারা প্রতিশ্রুতিবদ্ধ।
https://m.me/hiretual –এ প্রবেশ করে ক্রেতারা খুব সহজেই গরু, খাসি ও ভেড়া অর্ডার করতে পারবেন -একক বা শেয়ার কোরবানির যেকোনো একটি অপশন বেছে নিয়ে। প্রতিটি পশু কোরবানি সম্পন্ন হয় ইসলামিক ফাউন্ডেশনের প্রতিনিধির তত্ত্বাবধানে, পূর্ণ শরিয়াহ মেনে। এরপর মাংস আন্তর্জাতিক মানের প্রক্রিয়ায় কাটা, প্যাকেজিং ও কোল্ড চেইন ব্যবস্থায় ডেলিভারি করা হয়, যাতে নিরাপত্তা ও মান বজায় থাকে।
হায়ারচুয়াল এগ্রো অনলাইন ভাগে কোরবানি ক্রেতাদের ভিড়ভাট্টা পশুর হাট, খোলা জায়গায় কোরবানি, কিংবা অস্থায়ী কসাই ব্যবস্থার ঝামেলা থেকে মুক্তি দিয়ে একটি আধুনিক, ও শরিয়াহসম্মত সমাধান দিচ্ছে। সার্ভিসটি এখন লাইভ, এবং সেরা প্রাণী ও পছন্দের ডেলিভারি স্লট পেতে গ্রাহকদের আগেভাগেই বুকিং করতে উৎসাহিত করা হচ্ছে। সংবাদ প্রকাশঃ ১৭-০৫-২০২৫ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=