
সিটিভি নিউজ।। কুমিল্লা প্রতিনিধি============
কুমিল্লা নগরীর পূবালী চত্বরে সময় টিভির কুমিল্লা প্রতিনিধি বাহার রায়হানের ওপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৫ মে) রাত সাড়ে ৯টার দিকে এ হামলার ঘটনা ঘটে।
আহত বাহার রায়হানকে তাৎক্ষণিকভাবে কুমিল্লা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানিয়েছেন, তার ডান পায়ে তিনটি সেলাই দিতে হয়েছে এবং গুরুতর রক্তক্ষরণ হয়েছে।
সাংবাদিক বাহার রায়হান জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় কুমিল্লা দক্ষিণ জেলা ও মহানগর ছাত্রদলের কমিটি গঠন করা হয়। এ সময় পদবঞ্চিত নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করে। তিনি সেই বিক্ষোভের ছবি ও ভিডিও ধারণ করছিলেন। তখনই একদল দুর্বৃত্ত তার ওপর অতর্কিত হামলা চালায়। এক পর্যায়ে একজন পুলিশ কর্মকর্তা এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়।
হামলাকারীরা কারা জানতে চাইলে বাহার রায়হান বলেন, “আমি তাদের চিনিনি। তারা হয়তো পদবঞ্চিত ছাত্রদলের কেউ, আবার আওয়ামী লীগের লোকজনও হতে পারে।”
এ বিষয়ে কোতয়ালী মডেল থানার ওসি মহিনুল ইসলাম বলেন, অভিযোগ পেলে হামলাকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। সংবাদ প্রকাশঃ ১৬-০৫-২০২৫ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=