সিটিভি নিউজ।। এম ফয়জুল ইসলাম ফয়সাল, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধিঃ
"দলিল যার, ভূমি তার" এই প্রতিপাদ্যকে ধারণ করে কুমিল্লার মুরাদনগর সাব-রেজিস্ট্রার কার্যালয়ে দলিল লেখকদের জন্য অভ্যন্তরীণ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গত ১৫ মে বৃহস্পতিবার সকাল ১১টায় অফিস প্রাঙ্গণে এ কর্মশালার আয়োজন করা হয়, যেখানে দলিল লেখকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, শুদ্ধাচার চর্চা, সুশাসন ও জবাবদিহিতা নিশ্চিতকরণসহ ভূমি সংক্রান্ত আইনি প্রক্রিয়া নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
কর্মশালায় সভাপতিত্ব করেন মুরাদনগর সাব-রেজিস্ট্রার রওশন সাদিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবিদ্বার সাব-রেজিস্ট্রার নারায়ণ মন্ডল। এতে মুরাদনগর অফিসের সকল দলিল লেখক অংশগ্রহণ করেন।
প্রশিক্ষণে ভূমি রেজিস্ট্রেশন সংক্রান্ত আইন, হিন্দু ও মুসলিম ফারায়েজ (উত্তরাধিকার) আইন, দলিল প্রণয়নের নিয়মাবলি এবং সাধারণ জনগণকে সঠিক পরামর্শ প্রদানের গুরুত্ব নিয়ে আলোকপাত করা হয়। অংশগ্রহণকারীরা দলিল সংক্রান্ত জটিল বিষয়ে প্রশ্নোত্তর পর্বে নিজেদের মতামত ও অভিজ্ঞতা বিনিময় করেন।
বক্তারা বলেন, "দলিল লেখকরা জনগণের প্রথম সাক্ষাৎকারী। তাদের নৈতিক দায়িত্ব হলো আইনানুগভাবে সঠিক দলিল প্রস্তুত করে ভূমি মালিকানার সুরক্ষা দেওয়া। এতে রেজিস্ট্রেশন খাতের গ্রহণযোগ্যতা আরও বৃদ্ধি পাবে।"
সাব রেজিস্টার রওশন সাদিয়া বলেন, "এ ধরনের প্রশিক্ষণ ভূমি জটিলতা কমাতে ও স্বচ্ছতা আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আমরা নিয়মিত উদ্যোগ চালিয়ে যাব।"
কর্মশালায় অংশগ্রহণকারী দলিল লেখকরা প্রশিক্ষণকে সময়োপযোগী ও কার্যকরী বলে মন্তব্য করে ভবিষ্যতে আরও তত্ত্বাবধান ও সহযোগিতা কামনা করেন। সংবাদ প্রকাশঃ ১৫-০৫-২০২৫ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=