Wednesday, May 14, 2025
spot_img
More

    নারায়ণগঞ্জে চেম্বারের সাথে হাসপাতাল, ব্যাংক কর্মকর্তা ও ব্যবসায়ীদের মতবিনিময়

    সিটিভি নিউজ, এম আর কামাল, নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ : নারায়ণগঞ্জে তফিসিলি ব্যাংকের কর্মকর্তা, বাংলাদেশ প্রাইভেট হসপিটাল ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক ওনার্স এসোসিয়েশন, শহরের রেস্তোরাঁ ও দোকান মালিক এবং জামদানি ব্যাবসায়ীদের সাথে মতবিনিময় করেছেন নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির নেতৃবৃন্দরা।
    মঙ্গলবার (১৩ মে) নারায়ণগঞ্জ চেম্বার ভবনে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
    এসময় নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু বলেন, নারায়ণগঞ্জে জাতীয় ভিত্তিক ১১ টি সংগঠন ও স্থানীয় ৩৭ টি প্রায় মোট ৪৮ টি ব্যবসায়ী সংগঠন রয়েছে এবং এই শহরে প্রায় ১৫০টির অধিক ব্যাংকিং শাখা রয়েছে। পরবর্তীতে আপনাদের সাথে আলোচনার মাধ্যমে আমরা একটি মেলার আয়োজন করবো যাতে একই ছাতার নিচে সকল ব্যবসায়ীরা আপনাদের নিত্য নতুন সেবা গুলো সম্পর্কে অবগত হতে পারে। আপনাদের সমস্যা গুলোও ব্যবসায়ী তথা সদস্যদের সাথে নিয়ে আলোচনার মাধ্যমে যতদূর সম্ভব সমাধানের চেষ্ঠা করা হবে। এক্ষেত্রে চেম্বার ও ব্যাংক সমূহের সাথে এমওইউ সাইন এর মাধ্যমে চেম্বার সদস্যদের জন্য ব্যবসায়ী সকল প্রকার লেনদেনে, বিশেষ সুবিধা প্রদানে অনুরোধ জানান।
    তিনি আরো বলেন, এ যাত্রা আমাদের আজ শুরু হল ইনশাআল্লাহ আপনাদের সাথে নিয়ে চেম্বারের মাধ্যমে এ কার্যক্রম অব্যহত থাকবে। নারায়ণগঞ্জের প্রত্যেক হসপিটাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার যাতে ঢাকার প্রতিষ্ঠানের সাথে বিট করতে পারে সে চেষ্টা আপনার থাকতে হবে।
    সভাপতি বলেন, আপনাদের এসোসিয়েশন সহ সদস্যগুলো চেম্বারের সাথে সম্পৃক্ত থাকলে/সদস্যভুক্তি হলে চেম্বারের জন্য কাজ করা সহজ হবে। এছাড়া তাদের প্রত্যেক শাখায় চেম্বার সদস্যদের জন্য হসপিটাল/ডায়াগনস্টিক ফি সর্বোচ্চ ছাড়ের বিষয়ে অনুরোধ করেন।
    প্রাইভেট হসপিটাল এর সভাপতি ডাঃ মজিবুর রহমান, সাধারণ সম্পাদক ডাঃ কামরুল ইসলাম সহ প্রোএ্যাকটিভ মেডিকেলের পরিচালক, বাংলাদেশ নবজাতক হসপিটাল পরিচালক সহ পপুলার, ল্যাবএইড, মেডিহোপ, সিটি হসপিটাল সহ অন্যান্য প্রতিষ্ঠান এবং ভোক্তা অধিকার কর্মকর্তা উপস্থিত ছিলেন।
    তিনি বলেন, চেম্বারের সহায়তায় আপনারা একটা এসোসিয়েশন করেন। আমরা সকলে সম্মিলিত ভাবে যানজট সহ সকল প্রকার সমস্যা সমাধানে চেষ্টা করবো। রেস্তোরা ব্যবসায়ীদের উদ্দেশ্যে নিরাপদ খাদ্য, হাইজেনিক ও স্বাস্থ্যসম্মত খাবার পরিবেশন করার জন্য অনুরোধ করেন।
    এসময় চেম্বারের সিনিয়র-সহ-সভাপতি মোরশেদ সারোয়ার সোহেল বলেন, ব্যাংকিং সেক্টরে ব্যবসায়ীদের জন্য বিদ্যমান এবং নতুন কি ধরনের সেবার সুযোগ রয়েছে এবং একই সাথে এ সেক্টরে কোন সমস্যার সম্মুখিন হয়ে থাকলে প্রত্যেককে শেয়ার করার অনুরোধ করেন। চেম্বারের মাধ্যমে এ ধরনের প্রোগ্রাম করায় চেম্বারকে ধন্যবাদ সহ কৃতজ্ঞতা জানান। ব্যাংক কর্মকর্তারা প্রত্যেকেই ব্যবসায়ীদের জন্য তাদের সেবার বিবরন প্রদান করেন। চেম্বারের উদ্যোগে রমজান মাসে যে ভাবে যানজট নিরসনে ছিল। যানজট নিরসনে আবারো এগিয়ে আসার আহবান করেন। যে সকল ব্যবসায়ী ব্যাংক ডিফল্টার তারা চেম্বারের সদস্য হয়ে থাকলে সেক্ষেত্রে চেম্বারের সহযোগিতা আশা করেন।
    এসময় মতবিনিময় সভায় চেম্বারের সহ-সভাপতি মোহাম্মদ আবু জাফর, পরিচারক সোহেল আক্তার, খন্দকার সাইফুল ইসলাম, আলহাজ্ব জাকারিয়া ওয়াহিদ, গোলাম সারোয়ার (সাঈদ), মোঃ মজিবুর রহমান, আহ্মেদুর রহমান তনু, মোঃ হানিফ মিয়া, মোঃ সোহাগ, আব্দুল্লা আল-মামুন, মোস্তফা এমরানুল হক ও শ্রী বিকাশ চন্দ্র সাহাসহ দোকান মালিক সমিতির নেতৃবৃন্দ, রেস্তোরা মালিক পক্ষ, ভোক্তা অধিকার কর্মকর্তা, নিরাপদ খাদ্য কর্মকর্তা ও জেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।সংবাদ প্রকাশঃ ১৪-০৫-২০২৫ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

    আরো সংবাদ পড়ুন

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -
    Google search engine

    সর্বশেষ সংবাদ

    Recent Comments