
সিটিভি নিউজ।। মো.বাছির উদ্দিন, ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি।।===================
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় মেয়াদোত্তীর্ণ ঔষধ রাখাসহ নানা অনিয়মের অভিযোগে পাঁচটি ফার্মেসিকে মোট ২৮ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (১৩ মে) দুপুরে উপজেলার চান্দলা ইউনিয়নের দক্ষিণ চান্দলা বাজারে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) সৈয়দ ফারহানা পৃথা। এসময় অভিযানে সহযোগিতা করেন কুমিল্লা ঔষধ প্রশাসনের ঔষধ তত্ত্বাবধায়ক মো. শাহজালাল ভূইয়া, ব্রাহ্মণপাড়া থানা পুলিশ ও আনসার সদস্যরা।
অভিযানে দক্ষিণ চান্দলা বাজারের কয়েকটি ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ও অনুমোদনহীন ঔষধ পাওয়া যায়। এছাড়া, লাইসেন্স নবায়ন না করাসহ স্বাস্থ্যবিধি ও ফার্মেসী ব্যবস্থাপনার বিভিন্ন ক্ষেত্রে অনিয়মের প্রমাণ মেলে।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দ ফারহানা পৃথা অভিযুক্ত ফার্মেসী মালিকদের মধ্যে রফিকুল ইসলামকে ৫ হাজার, গোলাম মোস্তফা চৌধুরীকে ৫ হাজার, এ কে এম সামছুজ্জামানকে ৫ হাজার, গৌরাঙ্গ চন্দ্র রায়কে ৩ হাজার এবং টিটন চন্দ্র দত্তকে ১০ হাজার টাকা জরিমানা করেন।
তিনি বলেন, “জনস্বাস্থ্য রক্ষায় এ ধরনের অভিযান নিয়মিত চলবে। জনগণের জীবন ও স্বাস্থ্য নিয়ে কেউ খেলা করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। সংবাদ প্রকাশঃ ১৩-০৫-২০২৫ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=