
সিটিভ নিউজ, এম আর কামাল, নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ : নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি ডা. সেলিনা হায়াৎ আইভীকে গ্রেফতারে বাধা ও পুলিশ সদস্যদের ওপর হামলার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।
সোমবার (১২ মে) রাতে নারায়ণগঞ্জ সদর মডেল থানার উপ পরিদর্শন রিপন মৃধা বাদী হয়ে মামলাটি দায়ের করেছেন। মামলায় ৫২ জনের নাম উল্লেখ করে অজ্ঞান আরও ২০০ জনকে আসামী করা হয়েছে।
নারায়ণগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী বলেন, সোমবার রাতে মামলাটি দায়ের করা হয়েছে। জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।
এর আগে গত বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে নারায়ণগজের সিদ্ধিরগঞ্জ থানায় দায়েরকৃত মিনারুল ইসলাম নামের এক পোশাক শ্রমিক হত্যা মামলায় আইভীকে গ্রেফতার করতে তার দেওভোগের বাড়ি চুনকা কুটিরে যায় পুলিশেদর একটি দল। এসময় তার কর্মী সমর্থকেরা বাড়িটি ঘেরাও করেন এবং সড়ক বন্ধ করে অবস্থান নেন।
তিনি আরো জানান, আওয়ামী লীগের নেতাকর্মীরা পুলিশের বিরুদ্ধে উস্কানিমূলক স্লোগান দেন। এতে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পরবর্তীতে শুক্রবার সকালে আইভীকে গ্রেফতার করে নিয়ে যাওয়ার সময় শহরের উকিলপাড়া মোড়ে পুলিশের ওপর হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশের একাধিক সদস্য আহত হোন। বর্তমানে তারা সুস্থ রয়েছেন। সংবাদ প্রকাশঃ ১৩-০৫-২০২৫ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=