কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়ক চার লেনে উন্নীতকরণ প্রকল্পের ভূমি অধিগ্রহণ প্রক্রিয়ায় দু’পাশে ভবন নির্মালের হিড়িক: দেবীদ্বার-
সিটিভি নিউজ।।। এবিএম আতিকুর রহমান বাশার ঃ দেবীদ্বার (কুমিল্লা) প্রতিনিধি/==============
কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কসহ দেবীদ্বার এলাকায় সওজ’র ৪টি সড়কের ৩টিরই বেহাল অবস্থা, দেখার যেন কেউ নেই।
এদিকে কুমিল্লা-ব্রাহ্মণবাড়িয়া আঞ্চলিক মহাসড়ক চার লেনে উন্নীতকরণ প্রকল্পের ভূমি অধিগ্রহণ প্রক্রিয়া শুরুর খবরে অতিরিক্ত মুনাফা অর্জনে সড়কের দুই পাশে স্থাপনা নির্মাণের হিড়িক পড়েছে।
সড়ক ও জনপদ বিভাগ (সওজ)’র দেবীদ্বার অংশের কুমিল্লা- সিলেট আঞ্চলিক মহাসড়ক, দেবীদ্বার- চান্দিনা সড়ক, ভিড়াল্লা- ধামতী সড়ক, ইলিয়েটগঞ্জ-পানুয়ারপুল সড়কসহ ৪ টি সড়ক রয়েছে।
এগুলোর মধ্যে মরণফাঁদখ্যাত কুমিল্লা- সিলেট আঞ্চলিক মহাসড়ক, দেবীদ্বার- চান্দিনা আঞ্চলিক সড়কের বেহাল অবস্থা দীর্ঘদিনের। দেবীদ্বার- চান্দিনা সড়কটি চলতি দরপত্র আহবানসহ ৩ বার দরপত্র আহবান করা হয়েছে।
কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের বুড়িচংএর দেবপুর থেকে ব্রাক্ষনবাড়িয়া পর্যন্ত সড়কের বিভিন্ন অংশে খানাখন্দ আর ছোট বড় গর্তে ভরপুর। মাঝে মাঝে সওজের লোকজন গর্তপুরন করতে দেখা যায়। বিশেষ করে বর্ষাকালে ভোগান্তির শেষ নেই। প্রায়ই দূর্ঘটনায় জানমালের ব্যাপক ক্ষয়ক্ষতি হচ্ছে। পূর্বঞ্চলেরই ন্যায় সারা দেশের সাথে যোগাযোগের এটি একটি অন্যতম বাহন। একেতো এ গুরুত্বপূর্ণ সড়কটি সরু, দ্বিতীয়ত দেশের উত্তরাঞ্চলের গ্যাস ফিল্ডগুলোর ভারি যানবাহন চলাচলে খুবই ঝুকিপূর্ণ। এ সড়ককে ঘিরে বুড়িচং, দেবীদ্বার, মুরাদনগর এলাকায় প্রায় শতাধিক ইটভাটা রয়েছে। এ ইটভাটাগুলোতে গোমতী নদীর চর থেকে অবৈধ মাটি বহনকারী কয়েকশত ট্রাক্টর মাটি কেটে সড়কের উপর দিয়ে ইটভাটায় যাচ্ছে। ট্রাক্টর থেকে ছিটকে পড়া মাটির ধূলাবালীতে শ^াসকস্টজনিত নানা রোগবালাইই নয়, সামান্য বৃষ্টিতে সড়কটি পিচ্ছিল হয়েপড়ে। ফলে যানবাহনগুলো স্থির দাড়িয়ে থাকারও অবস্থা থাকেনা।
সড়ক ও জনপথ বিভাগ (সওজ) সূত্র জানায়, ২০২২ সালের ১৩ সেপ্টেম্বর জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় কুমিল্লা-ব্রাহ্মণবাড়িয়া আঞ্চলিক মহাসড়ক ছয় লেনে উন্নীতকরণ প্রকল্পটি অনুমোদিত হয়। মূল মহাসড়কটি হবে চার লেনের। ধীরগতির যানবাহন চলাচলের জন্য দুই পাশে থাকবে সার্ভিস লেন। কুমিল্লা সেনানিবাস এলাকার ময়নামতি থেকে ব্রাহ্মণবাড়িয়ার ধরখার পর্যন্ত ৫৪ কিলোমিটার আঞ্চলিক মহাসড়কের প্রায় ৪০ কিলোমিটার অংশ পড়েছে কুমিল্লা জেলায়। সড়কটি এখন ১৮ ফুট চওড়া। চার লেন হলে এটি প্রস্থে ৬০ ফুট হবে। প্রকল্পটির বাস্তবায়ন ব্যয় ধরা হয়েছে ৭ হাজার ১৮৮ কোটি ৬৬ লাখ টাকা। ২০২২ সালেই প্রকল্পের কাজ শুরু হয়ে ২০২৬ সালের জুনে শেষ হওয়ার কথা। তবে নানা জটিলতায় প্রকল্পের কাজ এখনো শুরুই হয়নি। প্রকল্পটি বাস্তবায়িত হলে কুমিল্লা ও চট্টগ্রামের সঙ্গে সিলেটের যোগাযোগ মসৃণ হবে বলে জানিয়েছেন স্থানীয়রা।
সড়ক ও জনপদ বিভাগের উপসহকারী প্রকৌশলী মো. বিল্লাল হোসেন ও প্রকৌশলী খন্দকার গোলাম মোস্তফা এবং সহকারী প্রকৌশলী হুমায়ুন কবির জানান, দেবীদ্বার চান্দিনা সড়কটি সড়কটি সংস্কারে ১৩ কোটি ৭৯ লক্ষ টাকা প্রকল্প ব্যয় ধরে তৃতীয় দফা টেন্ডার আহবান করা হয়েছে। প্রথমটি গত ৩ ফেব্রুয়ারী দরপত্র আহবান করলে এতে মাত্র একটি দরপত্র পড়েছে। দ্বিতীয়বার গত ২ মার্চ আহবান করা হয়েছে, ১৭ মার্চ দরপত্র খোলা হয়েছে, এতে ২টি দরপত্র পড়েছে। চলতি মাসের প্রথম সপ্তাহে তৃতীয়বারের মতো দরপত্র আহবান করা হয়েছে। যা ড্রপিং হবে আগামী ঈদুল আজহার আগে বা পড়ে। কেন এ অবস্থা হচ্ছে তার কোন জবাব তারা দিতে পারেননি। অপর দিকে গত ২০২২-২০২৩ অর্থবছরে ভিড়াল্লা- ধামতী সড়কটি ১৩ কোটি টাকা প্রাক্কলন ব্যয়ে সংস্কারের কাজ হয়েছে। এছাড়া চলতি বছরে দরপত্র আহবান করলে ইলিয়েটগঞ্জ- পান্নারপুল সড়কের সংস্কার কাজটি ৭৫ কোটি টাকা প্রাক্কলন ব্যয়ে ‘মেসার্স ওয়েস্টার কনসাল্টেন্ট এন্ড টুর্না’ দরপত্র পেয়ে চলতি মে মাসের দ্বিতীয় সপ্ত্হ থেকে কাজ শুরু করেছেন। কাজের মেয়াদ ২০২৬ সালের নভেম্বরে শেষ হওয়ার কথা। তারা আরো জানান, যানজট নিরসনে দেবীদ্বার সদর এলাকায় প্রায় এক কিলোমিটার মূল সড়কের দু’পাশে ৬ ফুট করে প্রসস্ত করা হচ্ছে।
স্থানীয় অধিবাসী প্রকৌশলী মাহবুব মোরশেদ ভূঁইয়া এবং বিএনপি উপজেলার সাবেক সাধারন সম্পাদক মো. তাজুল ইসলাম পাঠান জানান, ভূমি অধিগ্রহনের সংবাদে এবং অতিরিক্ত মুনাফা অর্জনে বুড়িচং উপজেলার ফরিজপুর, দেবপুর, ময়নামতি, কংসনগর, দেবীদ্বারের জাফরগঞ্জসহ বিভিন্ন স্থানে সড়কের দু’পাশে অন্ততঃ অর্ধশতাধিক নতুন ভবন নির্মাণ এবং পূর্বের ভবনের উপরের ছাদ নির্মানে বাঁশ, ইট, বালু, সিমেন্ট দিয়ে নাম মাত্র খরচে বাড়ানো হয়েছে। দালাল চক্র মানুষকে মোটা অঙ্কের টাকা পাইয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে এসব স্থাপনা নির্মাণ করাচ্ছে। এবং ওই অসাধু ব্যক্তিদের পুঁজি বিনীয়োগে প্রাপ্ত টাকার নির্দিস্ট কমিশনের শর্তে এসব কাজ করার অভিযোগ রয়েছে। অনেকে পুরোনো বাড়িকেও বাণিজ্যিক স্থাপনা হিসেবে দেখানোর চেষ্টা করছেন। তারা আরো জানান, ইতিমধ্যে অধিগ্রহনকৃত জমির মালিকদের চিীট প্রদান করা হয়েছে, এদের মধ্যে অন্ততঃ ২ শতজনের চিঠি অজ্ঞাত কারনে এখনো পাননি।
সওজ কুমিল্লার উপবিভাগীয় প্রকৌশলী মোহাম্মদ সফিকুল ইসলাম ভূঁঞা জানান, একনেকে পাস হওয়া প্রকল্পটির কাজ এখনো শুরু হয়নি। বর্তমানে প্রকল্পের ঠিকাদার চূড়ান্ত করার প্রক্রিয়া চলছে। দ্রুততম সময়ের মধ্যেই কাজটি শুরু হবে বলে তাঁরা আশা করছেন। ইতিমধ্যে সড়কের দু’পাশের গাছগুলো দরপত্রের মাধ্যমে কর্তন করা হয়েছে। তিনি আরো জানান, অধিগ্রহণের পুরো বিষয়টি দেখছে জেলা প্রশাসন।
কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহা সড়কের ৪লাইন প্রকল্প বাস্তবায়নে অধিগ্রহন করা অংশের জমিতে অতিরিক্ত মুনাফা অর্জনের আশায় ভিড়াল্লা বাসষ্ট্যান্ড সংলগ্নে ভবন নির্মাণ এবং দেবীদ্বার সদরের বেশকয়েকটি ভবনের ছবি। ছবি- সংবাদ প্রকাশঃ ১৩-০৫-২০২৫ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=