সিটিভি নিউজ, এম আর কামাল, নিজস্ব প্রতিবেদক নারায়ণগঞ্জ : বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, নারায়ণগঞ্জ জেলা বিএনপির প্রথম যুগ্ম আহ্বায়ক ও নারায়ণগঞ্জ চেম্বারের সভাপতি মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু বলেছেন, ডিসি সাহেব বলেছিল নারায়ণগঞ্জকে অবৈধ দখলদারদের উচ্ছেদ করে গ্রীন এন্ড ক্লিনের আওতায় নিয়ে আসবে। আজ থেকে এ কর্মসূচি শুরু হচ্ছে। আমি বিশ্বাস করি নারায়ণগঞ্জ দেশের সবচেয়ে সুন্দর সিটিতে পরিনত হবে।
শনিবার (১০ মে) সকালে গ্রীন এন্ড ক্লীন নারায়ণগঞ্জ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিয়ে একথা বলেন তিনি।
তিনি বলেন, আমি জেলা প্রশাসককে নারায়ণগঞ্জ জেলা বিএনপি ও চেম্বারের পক্ষ থেকে ধন্যবাদ জানাই এত সুন্দর একটি অনুষ্ঠানের জন্য। আমি ডিসি সাহেবের সাথে প্রথম যখন দেখা করেছি তখনই বুঝেছি যে উনাকে দিয়ে নারায়ণগঞ্জকে চেঞ্জ করা যাবে। কারণ উনি বিষয়গুলো ভিজুয়ালি দেখতে পারে কীভাবে কাজ করা যায়।
নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি দিপু আরো বলেন, বায়ু দুষণে বাংলাদেশ অনেক পিছিয়ে পড়েছে। আমরা যদি গাছ না লাগাই, নদী দখলমুক্ত না রাখি আমাদের পরবর্তী প্রজন্ম এদেশে থাকতে পারবে না। তাই আমি চাই আমাদের প্রশাসনকে নিয়ে বিএনপি ও আমাদের চেম্বারের ব্যাবসায়ীদের নিয়ে আমরা সবাই মিলে নারায়ণগঞ্জকে দেশের মডেল জেলা হিসেবে তৈরির জন্য কাজ করবো। সংবাদ প্রকাশঃ ১০-০৫-২০২৫ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=