এসএসসি পাশ টেকনেশিয়ান এবং টিনসেট খুপড়িতে ক্লিনিক পরিচালনায় ২টি ডায়োগনেস্টিক সেন্টারে সিলগালা

সিটিভি নিউজ।। এবিএম আতিকুর রহমান বাশারঃ দেবীদ্বার (কুমিল্লা) প্রতিনিধি/ দেবীদ্বার প্রাইভেট হাসপাতাল এবং ডায়োগনেস্টিক সেন্টার পাড়ায় অভিযানঃ
দেবীদ্বার প্রাইভেট হাসপাতাল এবং ডায়োগনেস্টিক সেন্টার পাড়ায় হঠাৎ অভিযান পরিচালনা করেছেনে ডেপুটি সিভিল সার্জন।
নানা অনিয়ম, অব্যবস্থাপনা, দূনীতির অভিযোগে বৃহস্পতিবার (৮ মে) দুপুরে ওই অভিযান পরিচালনায় আসেন ডেপুটি সিভিল সার্জন ডাঃ সারোয়ার আকবর।
অভিযান পরিচালনাকালে টিনসেট খুপড়িঘরে অভিজ্ঞ ও ডিপ্লোমাধারী টেকনেশিয়ান, নার্স, জনবল ছাড়াই এবং অস্বাস্থ্যকর পরিবেশে ক্লিনিকের কার্যক্রম পরিচালনা করায় ‘ড্রীম ডায়াগনেস্টিক সেন্টার’ এবং কোন ধরনের ডিপ্লোমা কোর্স সম্পন্ন ছাড়াই এসএসসি পাশ টেকনেশিয়ান দিয়ে এ্যাক্সর্রে, পরীক্ষা-নীরিক্ষা করাসহ নানা অনিয়মের অভিযোগে ‘গ্রীণ লাইফ মেডিকেল সার্ভিস’সহ ২টি ডায়োগনেস্টিক সেন্টার সিলগালা করে দেয়া হয়েছে। অপর দিকে ‘দি দেবীদ্বার পপুলার ডায়গনেষ্টিক সেন্টার’কে ডিপ্লোমাধারী অভিজ্ঞ টেকনেশিয়ান না থাকায় এ্যাক্স্রে মেসিন পরিচালনা বন্ধ এবং সি- শ্রেণীভূক্ত ডায়গনেষ্টিক হওয়ায় হরমোন পরীক্ষা নিষিদ্ধ করে দেয়া হয়েছে।
এ ছাড়াও উপজেলা সদরের ২৩টি প্রাইভেট হাসপাতাল এবং ১৫টি ডায়াগনেষ্টিক সেন্টারের মধ্যে ‘মুন ডায়গনেস্টিক সেন্টার এন্ড হাসপাতাল’, দেবীদ্বার স্কোয়ার হসপিটাল’, দেবীদ্বার হাড়ভাঙ্গা (পঙ্গু) জেনারেল হাসপাতাল’ পরিদর্শনে পরীক্ষা-নীরিক্ষাসহ ভিন্নি বিষয়ের মূল্য তালিকা ইংরেজী না করে বাংলায় করা, কাঠের আসবাব সামগ্রী প্রত্যাহার করে ষ্টিলের আসবাব সামগ্রী রাখা, কালার কোডেড বিন রাখা, অদক্ষ চিকিৎসক, চিকিৎসাসহকারী, মেডিকেল ও প্যাথলজি টেকনেশিয়ান, নার্সসহ জনবল দিয়ে হাসপাতাল এবং ক্লিনিক পরিচালনা না করা। আউটডোরে রেজিষ্টার খাতা সংরক্ষনে রাখার নির্দেশনা প্রদান করা হয়।
অভিযান পরিচালনায় নেতৃত্ব দেন, কুমিল্লা ডেপুটি সিভিল সার্জন ডাঃ সারোয়ার আকবর। এসময় উপস্থিত ছিলেন,- উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মহিবুস সালাম খান, ডাঃ শরিফুল ইসলাম সাকিল, ডাঃ সাদাত ইততিসাম, সিনেটারী ইনিস্পেক্টর কামরুন্নাহার, প্রাইভেট হাসপাতাল ও ডায়াগনেস্টিক মালিক সমিতির সহ-সভাপতি মো. তাজুল ইসলাম ও সাধারন সম্পাদক মো. ময়নাল হোসেন (ভিপি) প্রমূখ।
ডেপুটি সিভিল সার্জন ডাঃ সারোয়ার আকবর বলেন, নানা অনিয়ম, অব্যবস্থাপনা, দূনীতির অভিযোগ পেয়েই অভিযানে নেমেছি। অধিকাংশ হাসপাতাল এবং ডায়োগনেস্টিক সেন্টারগুলো শর্ত মেনে অনুমোদন প্রাপ্ত হয়েছেন। কাগজে কলমে ঠিক পেলেও বাস্তবে যতেষ্ঠ ফারাক রয়েছে। স্বাস্থ্য সেবার মান উন্নয়নে আমরা বদ্ধ পরিকর, এসকল অনিয়মরোধে আমাদের সাথে সর্বস্তরের সচেতন জনগোষ্ঠী সামাজিক প্রাতিরোধ গড়ে তুলতে হবে। তবেই স্বাস্থ্য সেবার মান সুরক্ষা হবে।

ছবির ক্যাপশনঃ ছবি-০১) অভিযানে ‘গ্রিণ ডায়োগনেস্টিক সেন্টারে কাগজপত্র দেখছেন কর্মকর্তাগন, ছবি-২০ অভিযান চলাকালে ‘গ্রীণ লাইফ মেডিকেল সার্ভিস’এর পরীক্ষাগারে ঢুকে পরীক্ষা-নিরীক্ষারত এসএসসি পাশ টেকনেশিয়ান সাকিবুল হাসানকে হাতেনাতে ধরেন। সংবাদ প্রকাশঃ ০৮-০৫-২০২৫ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন