সিটিভি নিউজ।। সৌরভ মাহমুদ হারুন ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি=========== কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় বসত বাড়ির পাশে পোল্ট্রি ফার্মে দুর্গন্ধ ছড়িয়ে পরিবেশ নষ্ট করার অভিযোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে উপজেলা প্রশাসন। এসময় দুর্গন্ধ সৃষ্টি করে বসবাসের জন্য পরিবেশের ক্ষতি করায় ও প্রয়োজনীয় সকল কাগজপত্র না থাকার অপরাধে মুশতাক আহমেদ নামে একজনকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। গতকাল ৭ মে (বুধবার) বিকেলে উপজেলার মালাপাড়া ইউনিয়নের অলুয়া গ্রামে এ জরিমানা করেন ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদা জাহান।
প্রশাসন সূত্রে জানা যায়, উপজেলার মালাপাড়া ইউনিয়নের অলুয়া গ্রামে বসত বাড়ির পাশে দীর্ঘদিন যাবত পোল্ট্রি ফার্ম করে ব্যবসা করে আসছে আব্দুল গণির ছেলে মুশতাক আহমেদ।
পোল্ট্রি ফার্মের দুর্গন্ধের কারণে আশেপাশের মানুষ অতিষ্ঠ হয়ে উপজেলা প্রশাসনের কাছে অভিযোগ দাখিল করে। অভিযোগের ভিত্তিতে গতকাল ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা জাহান সরোজমিনে গিয়ে তদন্ত করে প্রমাণ সাপেক্ষে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।
এসময় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে দুর্গন্ধ সৃষ্টি করে বসবাসের পরিবেশের ক্ষতি করায় ও প্রয়োজনীয় সকল কাগজপত্র না থাকায় উপজেলা প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তার প্রসিকিউশনের ভিত্তিতে মোস্তাক আহামেদ কে ১০ হাজার টাকা জরিমানা করেন। পোল্ট্রি ফার্মে পরিস্কার, পরিচ্ছন্নতা সঠিকভাবে মেনে চলার জন্য এবং সকল কাগজপত্র হালনাগাদ করার জন্য নির্দেশনা প্রদান করা হয়।পরবর্তীতে, মালাপাড়ার বিভিন্ন প্রকল্পের কাজ পরিদর্শন করেন ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা জাহান। অভিযানে ব্রাহ্মণপাড়া থানা পুলিশের একটি দল উপস্থিত থেকে সহযোগীতা করেন। সংবাদ প্রকাশঃ ০৮-০৫-২০২৫ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=