
সিটিভি নিউজ।। মোহাম্মদ আককাস আলী :সংবাদদাতা জানান===
ভালো দাম পেয়ে বরেন্দ্র অঞ্চলের ঢেঁড়শ চাষিরা খুব খুশি। চলতি মৌসুমের শুরু থেকেই ১০০/১১০ টাকা কেজি পাইকারী মূল্যে বেচাকেনা শুরু হয় ঢেঁড়শ।
ঢেঁড়শে প্রচুর পরিমাসে ভিটামিন নি ও সি এবং পর্যাপ্ত পরিমানে আয়োজিন, ভিটামিন “এ“ ও বিভিন্ন খনিজ পদার্থ রয়েছে। ঢেঁড়শ নিয়মিত খেলে গলাফোলা রোগ হবার সম্ভাবনা থাকে না এবং এটা হজম শক্তি বৃদ্ধিতেও সহায়তা করে।
এবার ঢেঁড়শ চাষে ব্যাপক সফলতা পেয়েছে এ’অঞ্চলে।
ঢেঁড়শ একটি ভিন্ন মাত্রার ফসল। ঢেঁড়শের গাছ ৬/৭ ইঞ্চি লম্বা হলেই ফল দিতে শুরু করে। যখন পুরোদমে ঢেঁড়শ তোলা শুরু হয় তখন একদিন পর একদিন উত্তোলন করতে হয়।
কৃষকরা বলেন ঢেঁড়শ চাষ যেমন লাভজনক ঢেঁড়শ উত্তোলন করা তার দ্বিগুন কষ্টের। এবছরের ন্যায় ভালো দাম পেলে আগামী বছরে দ্বিগুণ হারে বৃদ্ধি পাবে ঢেঁড়স চাষ এমনি অভিমত এলাকার ঢেঁরস চাষীদের।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আবুল কালাম আজাদ জানান, ঢেঁড়শ একটি সবজি জাতীয় উন্নত ফসল। চলতি মৌসুমে এই জেলায় ঢেঁড়শ চাষ হয়েছে ২৫০ হেক্টর জমিতে।
তথ্য অনুসন্ধানী দেখা গেছে, বর্তমান বাজারে ৪০/৫০কেজি দরে ঢেঁড়স বিক্রি হচ্ছে। সংবাদ প্রকাশঃ ০৭-০৫-২০২৫ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=