
সিটিভি নিউজ।। সৌরভ মাহমুদ হারুন সংবাদদাতা জানান ====
কুমিল্লার বুড়িচং উপজেলার জগতপুর গ্রামে ঘুড়ি উড়াতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে ইয়ামিন(১১) নামে মাদ্রাসার এক ছাত্রের মৃত্যুর খবর পাওয়া গেছে।
(৬ মে ২০২৫) মঙ্গলবার রাত ৯টার দিকে বিষয়টি নিশ্চিত করেন স্থানীয় ইউপি সদস্য জসিম উদ্দিন।
স্থানীয় সূত্রে জানা যায়, বুড়িচং সদর ইউনিয়নের জগতপুর মধ্যপাড়া এলাকার সৌদি প্রবাসী মানিক মিয়ার এক মাত্র ছেলে ইয়ামিন গত সোমবার দুপুরে বাড়ির পাশে ঘুড়ি উড়াতে যায়। সেখানে কিছুক্ষণ পর তার ঘুড়িটি বৈদ্যুতিক তারের সাথে আটকিয়ে গেলে পাশের মরিয়মের বাড়ির ছাদে উঠে বাঁশ দিয়ে নামাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে ইয়ামিন আহত হয়। পরে ঘটনাস্থল থেকে স্থানীয়রা তাকে উদ্ধার করে বুড়িচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক আহত ইয়ামিনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। সেখানে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা সন্ধ্যায় তাকে মৃত ঘোষণা করেন। ইউপি সদস্য জসিম উদ্দিন জানায়, (৬ মে) মঙ্গলবার সকাল ১০টার দিকে ইয়ামিনের লাশ জানাজা শেষে পরিবারিক কবরস্থানে দাফন করা হয়ে। ইয়ামিন জগতপুর সালাফিয়া মাদ্রাসার ৬ষ্ঠ শ্রেনীর ছাত্র ছিলেন। তার মৃত্যুতে পরিবার,আত্মীয়- স্বজন ও মাদ্রাসার শিক্ষকদের মাঝে শোকের মাতম বইছে।এ রিপোর্ট লেখা পর্যন্ত স্থানীয় একাধিক সূত্রে জানা যায়, নিহত পরিবার ও মরিয়ম বাড়ির লোকজন ঘটনাটি মিমাংসা জন্য বৈঠক বসেছে যেখানে মোটা অংকের টাকা মাধ্যমে রফাদফা হতে পারে।
এ বিষয়ে বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি) আজিজুল হক জানায়, মৃত্যুর বিষয়টি শুনেছি। ঘটনার কারণ জানতে ঘটনাস্থলে পুলিশ প্রেরণ করা হবে। সংবাদ প্রকাশঃ ০৭-০৫-২০২৫ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=