সিটিভি নিউজ, এম আর কামাল, নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ : নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে তর্কের জেরে কিশোরগ্যাংয়ের ছুরিকাঘাতে এক কিশোর নিহতের ঘটনা ঘটেছে।
নিহত ওই কিশোরের নাম ইয়াসিন (১৭)। সে ময়মনসিংহ জেলার নান্দাইল থানার বরুয়া গ্রামের (বর্তমানে নাসিক ৮ নং ওয়ার্ডের এনায়েতনগরের মৃত আশোক আলী মাস্তানের বাড়ির ভাড়াটিয়া) মোঃ শহিদুলের ছেলে। এ ঘটনায় নিহত ইয়াসিনের বন্ধু সানি ও রমজান নামের দুইজনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে গেছে পুলিশ।
শনিবার (৩ মে) রাত সাড়ে ১১টায় সিদ্ধিরগঞ্জ ও ফতুল্লার সিমানা এলাকার গোদনাইল এনায়েতনগর লাকি বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, শনিবার রাতে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ ও ফতুল্লার সীমানা এলাকার গোদনাইল এনায়েতনগর লাকি বাজার সংলগ্ন ক্যানালপাড় এলাকায় একদল কিশোরের তুচ্ছ বিষয় নিয়ে কথা কাটাকাটি হয়। এসময় ইয়াসিন নামে এক কিশোরকে ছুরিকাঘাত করে দৌড়ে চলে যায় অন্য কিশোররা। পরে আহত অবস্থায় ইয়াসিনকে উদ্ধার করে নারায়ণগঞ্জের ৩শ শয্যা বিশিষ্ট খানপুর হাসপাতালে নিয়ে যাওয়া হলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শাহিনুর আলম জানান, শনিবার রাতে একদল কিশোরের সাথে তুচ্ছ বিষয় নিয়ে কথা কাটাকাটির জেরে ছুরিকাঘাতে নিহত হয় অপর কিশোর ইয়াসিন। পরে আহত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। এ ঘটনায় আমরা জিজ্ঞাসাবাদের জন্য দুইজনকে পুলিশ হেফাজতে নিয়েছি। সংবাদ প্রকাশঃ ০৪-০৫-২০২৫ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=