
সিটিভি নিউজ।। মজিবুর রহমান মোল্লা রিপোর্টার-নাঙ্গলকোট সংবাদদাতা জানান =====
নাঙ্গলকোটে গোপনে বিএনপির ওয়ার্ড কমিটি গঠনের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন দলের ত্যাগী ও তৃণমূল নেতারা। শুক্রবার (১ মে) রাতে নাঙ্গলকোট প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে উপজেলা যুবদলের সাবেক জেলা কৃষিবিষয়ক সম্পাদক ও বর্তমান ইউনিয়ন বিএনপির নেতা আলাউদ্দিন আল মাহমুদ কিরণ বলেন, গত কয়েক দিন ধরে উপজেলার বিভিন্ন ওয়ার্ডে গোপনে কমিটি গঠন করছে উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি। এরই অংশ হিসেবে বৃহস্পতিবার বিকেলে উত্তর সাতবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভিতরে গোপনে ওয়ার্ড কমিটি গঠনের চেষ্টা করে উপজেলা বিএনপির আহবায়ক নজির আহমেদ ভূঁইয়াসহ কয়েকজন নেতা। তাঁর দাবি, গোপন বৈঠকের খবর পেয়ে তৃণমূল বিএনপির নেতাকর্মীরা সেখানে উপস্থিত হয়ে প্রতিবাদ জানান এবং নজির আহমেদ ভূঁইয়াসহ কয়েকজনকে স্কুল ভবনের ভেতরে অবরুদ্ধ করে রাখেন। পরে সিনিয়র নেতৃবৃন্দ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতায় তাঁদের উদ্ধার করা হয়।
সংবাদ সম্মেলনে আরও অভিযোগ করা হয়, দেশের বৃহত্তম রাজনৈতিক দলের কমিটি গঠন কীভাবে গোপনে হতে পারে? এমন গোপন কার্যক্রম দলকে প্রশ্নবিদ্ধ করছে এবং তৃণমূল নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ তৈরিসহ দলের ভাবমূর্তিকে ক্ষতিগ্রস্ত করছে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট শাহাদাত হোসেন, সাতবাড়িয়া ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর হোসেন, বিএনপি নেতা মো. ইব্রাহিম, শাহজামাল, জহির, আবু তাহের, স্বেচ্ছাসেবক দলের কাজী গোলাম রসুল, শহীদ জিয়া স্মৃতি সংসদের এনামুল হক ছোটন, স্বেচ্ছাসেবক দলের মো. পলাশ, যুবদল নেতা ওমর ফারুক ও আবদুল করিম প্রমুখ। এই ঘটনাকে কেন্দ্র করে উপজেলা বিএনপিতে নতুন করে বিভক্তি ও উত্তেজনা দেখা দিয়েছে বলে জানিয়েছেন স্থানীয় নেতারা।
এ বিষয়ে নাঙ্গলকোট উপজেলা বিএনপির আহবায়ক নজির আহম্মেদ ভূইয়া বলেন, যারা ৫ আগস্টের আগে থেকে আন্দোলন সংগ্রামে অংশ গ্রহণ করেছেন আমরা তাদেরকে আগে অগ্রাধিকার দিচ্ছি। এখন ৫ আগস্টের পরে নেতার আর অভাব হয় না। এখন সবাই নেতা হতে চায়। কোন ভাবে একটি পদ নিতে পারলে পরে তা দিয়ে চাঁদাবাজি করবে। তিনি আরো বলেন, আমরা প্রতিটি ওয়ার্ডে সবাইকে জানিয়ে কমিটি দিচ্ছি। এখানে গোপন করার কোন বিষয় নয়। একটি সুবিধাভোগী আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। আর সাতবাড়িয়া কোন অপ্রীতিকর ঘটনা ঘটেন। বড় দল হিসেবে একটু-আধটু ঠেলাঠেলি হবেই। সংবাদ প্রকাশঃ ০৩-০৫-২০২৫ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=