Sunday, May 4, 2025
spot_img
More

    কুমিল্লায় বিশ্ব মুক্ত গণ মাধ্যম দিবসে বক্তারাঃ সাংবাদিককে দাবিয়ে রাখলে গণতন্ত্র, সুশাসন ও উন্নয়ন বাধাগ্রস্থ হবে

    সিটিভি নিউজ।। নানা কর্মসূচী পালনের মধ্যদিয়ে কুমিল্লায় বিশ্ব মুক্ত গণ মাধ্যম দিবস ২০২৫ পালিত হয়েছে। দিবসটিতে এবছরে প্রতিপাদ্য বিষয়ছিলঃ গণতন্ত্র, উন্নয়ন ও সুশাসনের জন্য সংবাদপত্র ও গণ মাধ্যমের স্বাধীনতা জরুরী। এর মূলবিশ্লেষন হচ্ছে স্বাধীন ও বহুমুখী সাংবাদিকতা চর্চার নিশ্চয়তা দেওয়া। এই ঘোষণার মাধ্যমে বোঝানো হয় যে, অর্থনৈতিক উন্নয়ন ও জাতির গণতন্ত্র বিকাশের জন্য সংবাদপত্রের স্বাধীনতা জরুরি। মূলত ৩ মে এই ‘উইন্ডহক ডিকলারেশন’ ঘোষিত হওয়ায় প্রতি বছর বিশ্ব সংবাদপত্র স্বাধীনতা দিবস উদযাপন করা হয়।
    কুমিল্লাতে নানা কর্মসূচী পালনের মধ্য দিয়ে সাংবাদিক কল্যাণ পরিষদ,কুমিল্লা দিবসটি পালন করেছে। ৩মে শনিবার সকালে কুমিল্লা নগরীর বাগিচাগাও রোটারী ক্লাব মিলনায়তনে আলোচনা সভা ও সাংবাদিক সম্মাননার আয়োজন করা হয়। সাংবাদিক কল্যাণ পরিষদ,কুমিল্লার সভাপতি ওমর ফারুকী তাপসের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন প্রবীণ সাংবাদিক ও কুমিল্লা প্রেসক্লাবের সাবেক সভাপতি আবুল হাসানাত বাবুল,কুমিল্লা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও কালবেলা পত্রিকার কুমিল্লার ব্যুরো প্রধান মাসুক আলতাফ চৌধুরী,কুমিল্লা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক ইত্তেফাক পত্রিকার জেলা প্রতিনিধি মোঃ লুৎফুর রহমান, কুমিল্লা প্রেসক্লাবের বর্তমান সভাপতি ও একাত্তর টিভির নিজস্ব প্রতিনিধি কাজী এনামুল হক ফারুক,দেবিদ্বার প্রেসক্লাবের সভাপতি এবিএম আতিকুর রহমান বাশার। এই বছর গণমাধ্যমে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অনুসন্ধানী প্রতিবেদন,প্রকৃতি ও পরিবেশ বিষয়ক প্রতিবেদনের জন্য কুমিল্লার ৬জন সাংবাদিককে সম্মননা ক্রেষ্ট ও ফুলের মালা গলায়দিয়ে শুভেচ্ছা জানানো হয়। যারা সম্মননা পেলেন তারা হলেন এখন টিভির কুমিল্লা ব্যুরো প্রধান খালেদ সাইফুল্লাহ, দৈনিক যুগান্তর পত্রিকার কুমিল্লার ব্যুরো রিপোর্টার মুহাম্মদ আবুল খায়ের, দৈনিক সমকাল পত্রিকার জেলা প্রতিনিধি মোঃ কামাল উদ্দিন, দৈনিক মানব জমিন পত্রিকার স্টাফ রিপোর্টার ও কুমিল্লা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাহিদ হাসান, অনলাইন পোর্টাল কুমিল্লার জমিন এর সম্পাদক ও টক শো উপস্থাপক শাহাজাদা এমরান, ও সাপ্তাহিক গোমেতি সংবাদ পত্রিকার প্রকাশক মোবারক হোসেন।
    দিবসটির তাৎপর্য তুলে ধরে স্বাগত বক্তব্য রাখেন সাংবাদিক কল্যাণ পরিষদ,কুমিল্লার সাধারণ সম্পাদক মনির হোসেন, দিবসের ওপর বক্তব্য রাখেন যমুনা টিভির কুমিল্লা ব্যুরো প্রধান রফিকুল ইসলাম চৌধুরী খোকন, সিনিয়র সাংবাদিক দৈনিক পূর্বাশার প্রতিনিধি মোঃ সহিদুল্লাহ, সমতট পত্রিকার সম্পাদক ও কুমিল্লা প্রেসক্লাবের পাঠাগার সম্পাদক জামাল উদ্দিন দামাল,সাপ্তাহিক চলন পত্রিকার সম্পাদক মাহাবুবুর রহমান কাশেম, ডেইলী প্রেজেন্ট টাইমস পত্রিকার প্রতিনিধি অধ্যাপক মাসুদ মজুমদার, দৈনিক আমার দেশ পত্রিকার কুমিল্লা দক্ষিণ জেলা প্রতিনিধি শাহ আলম সফি,পেশাজীবী সাংবাদিক সোসাইটির সভাপতি বাবর হোসেন,বুড়িচং প্রেসক্লাবের সভাপতি মোঃ শাখাওয়াত হোসেন, ব্রাহ্মণপাড়া প্রেসক্লাবের সভাপতি সৈয়দ আহমেদ লাভলু,সাংবাদিক কল্যাণ পরিষদ,কুমিল্লার সহ সাধারণ সম্পাদক রবিউল বাশার খান ও কুমিল্লা প্রেসক্লাবের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক নেকবর হোসেন।
    অনুষ্ঠানে বক্তারা বলেন, দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে লিখতে গেলে হামলা মিথ্যা মামলা আসতে পারে আর সেসব মোকাবেলা করতে হবে সাংবাদিকরা ঐক্যবদ্ধ থেকে। কুমিল্লায় সাম্প্রতিকসময়ে অনিয়মের সংবাদ সংগ্রহে গেলে সাংবাদিক হামলা ও লাঞ্ছিতের শিকার হয়েছেন। সাংবাদিক কারো শত্রু নয়। সাংবাদিকরা সত্য প্রকাশ করে ও অন্যায়ের বিরুদ্ধে কলম ধরে। সাংবাদিককে দাবিয়ে রাখলে গণতন্ত্র, সুশাসন ও উন্নয়ন বাধাগ্রস্থ হবে। জাতিসংঘ ও ইউনেস্কো বিশ্ব মুক্ত গণ মাধ্যম দিবসে সে কথাই বলছে। সংবাদ প্রকাশঃ ০৩-০৫-২০২৫ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

    আরো সংবাদ পড়ুন

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -
    Google search engine

    সর্বশেষ সংবাদ

    Recent Comments