সিটিভি নিউজ।। মো. বাছির উদ্দিন, ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি।।=============
কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলায় বজ্রপাতের ঘটনায় রানোয়ারা বেগম (৪০) ও জাহাঙ্গীর আলম (৫৪) নামের দুইজন আহত হয়েছেন। সোমবার (২৮ এপ্রিল) সকালে উপজেলার সাহেবাবাদ ও বেজুরা গ্রামে পৃথক দুটি স্থানে এ দুর্ঘটনা ঘটে। আহত রানোয়ারা বেগম সাহেবাবাদ ইউনিয়নের সাহেবাবাদ গ্রামের লীল মিয়ার স্ত্রী এবং জাহাঙ্গীর আলম দুলালপুর ইউনিয়নের বেজুরা গ্রামের মৃত আনু মিয়া সর্দারের ছেলে। আহত ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে আকাশে মেঘলা অবস্থা থাকলেও হঠাৎ করে বিকট শব্দে বজ্রপাত হয়। এসময় রানোয়ারা বেগম বাড়ির পাশে পুকুরে রান্নার জন্য চাল ধোয়ার কাজ করছিলেন। হঠাৎ বজ্রপাতের শব্দে তিনি প্রচণ্ড ভয় পেয়ে শরীরের হাতে-পায়ে অস্বস্তি অনুভব করেন এবং মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন। পরে স্বজনরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।অন্যদিকে, জাহাঙ্গীর আলম নিজ জমিতে আউশ ধানের বীজ ছিটানোর প্রস্তুতি নিচ্ছিলেন। বজ্রপাতের শব্দে তিনি হতভম্ব হয়ে কিছুক্ষণ চোখে দেখতে পাননি। পরবর্তীতে তিনি শারীরিকভাবে দুর্বলতা অনুভব করলে বাড়ি ফিরে যান এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নেন। ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. উম্মে সালমা মৌ জানান, বজ্রপাতে আহত রানোয়ারা বেগমকে হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি বজ্রপাতের শব্দে আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছেন। তবে তিনি শারীরিকভাবে গুরুতর আহত নন এবং দ্রুত সুস্থ হয়ে উঠবেন বলে আশা করা হচ্ছে। এঘটনার পর স্থানীয়দের মাঝে বজ্রপাত নিয়ে আতঙ্ক বিরাজ করছে। সংবাদ প্রকাশঃ ৩০-০৪-২০২৫ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=