
সিটিভি নিউজ।। মোঃ মোয়াজ্জেম হোসেন চৌধুরী, প্রতিনিধি : “আমার পুলিশ, আমার দেশ, বৈষম্যহীন বাংলাদেশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে আজ সোমবার (২৯ এপ্রিল) ঢাকার রাজারবাগ পুলিশ লাইন্সে বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে পুলিশ সপ্তাহ-২০২৫।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। তিনি পুলিশ সদস্যদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ ভাষণ প্রদান করেন এবং বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতিস্বরূপ কৃতী পুলিশ সদস্যদের মধ্যে পদক বিতরণ করেন।
মৌলভীবাজার জেলার পুলিশ সুপার এম. কে. এইচ. জাহাঙ্গীর হোসেন, পিপিএম (সেবা) রাজারবাগ পুলিশ লাইন্সে সরাসরি উপস্থিত থেকে অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তারা মৌলভীবাজার পুলিশ লাইন্সের ড্রিল শেড থেকে ভার্চুয়ালি অনুষ্ঠানে সংযুক্ত হয়ে সরাসরি সম্প্রচার উপভোগ করেন।
ভার্চুয়াল এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মৌলভীবাজার পিবিআইয়ের পুলিশ সুপার মোঃ জাফর হোসেন (সম্প্রতি অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত), অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আসিফ মহিউদ্দীন, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (কুলাউড়া সার্কেল) মোঃ কামরুল হাসানসহ জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার সদস্যবৃন্দ।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে পুলিশ সপ্তাহ-২০২৫ উপলক্ষে জেলা পুলিশের কর্মকর্তা ও কর্মচারীদের অংশগ্রহণে এক বিশেষ মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়। সংবাদ প্রকাশঃ ৩০-০৪-২০২৫ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=