Monday, April 28, 2025
spot_img
More

    ব্যাডমিন্টনে জাতীয় পর্যায়ে চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ

    সিটিভি নিউজ।। শাহাদাত কামাল শাকিল (কুমিল্লা থেকে) ==========
    জাতীয় বিশ্ববিদ্যালয় আয়োজিত ‘আন্তঃকলেজ ক্রীড়া প্রতিযোগিতা ২০২৫ এর ব্যাডমিন্টন (দ্বৈত) ইভেন্টে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের দুই শিক্ষার্থী। রোববার (২৭ এপ্রিল) তা প্রকাশ্যে আসে। দুই শিক্ষার্থী হলেন, সমাজকর্ম বিভাগের চতুর্থ বর্ষের সুলতান আহম্মেদ ও দর্শন বিভাগের তৃতীয় বর্ষের আল আমিন সাঈদ।জানা গেছে, তারা চট্টগ্রাম বিভাগের সেরা হয়ে বিকেএসপিতে অনুষ্ঠিত জাতীয় পর্যায়ে রংপুর, ঢাকা এবং রাজশাহী বিভাগকে হারিয়ে দুর্দান্ত নৈপুণ্য প্রদর্শন করে দেশসেরা হওয়ার কৃতিত্ব অর্জন করেন।

    বিজয়ী আল আমিন সাঈদ বলেন, কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ জাতীয় পর্যায়ে এই প্রথম কোনো ইভেন্টে চ্যাম্পিয়ন হয়েছে। আমরা ঐতিহ্যবাহী এ কলেজকে জাতীয় পর্যায়ে চ্যাম্পিয়ন করতে পেরে অনেক আনন্দিত। আর আমরা যাদের সাথে খেলেছি তারা সবাই বাংলাদেশ জাতীয় ব্যাডমিন্টন খেলোয়াড়দের তালিকাভুক্ত ছিল। প্রথমে রংপুর ও ঢাকা বিভাগের সাথে জয়লাভ করি, পরে রাজশাহী বিভাগকে হারিয়ে চ্যাম্পিয়ন হই। এ অর্জন আমাদের নয়, এ অর্জন ভিক্টোরিয়া কলেজের। তবে এই অর্জনে আমাদের কলেজের শারীরিক শিক্ষার শিক্ষক আব্দুল হকসহ কলেজের শিক্ষক ও কর্মকর্তাদের সহযোগিতা ছিল।
    শরীরচর্চা শিক্ষক মোহম্মদ আবদুল হক জানান, এ সাফল্যের পিছনে কলেজ প্রশাসন যথেষ্ট সহযোগিতা রয়েছে। অধ্যক্ষ, উপাধ্যক্ষ ও সম্পাদক মহোদয় স্যার সেই জেলা পর্যায় থেকে শুরু করে চুড়ান্ত পর্যায় পর্যন্ত সব সময় খোজ খবর রেখেছেন। আমাকে ও আমার টিমকে উৎসাহ দিয়েছেন, যখন যা প্রয়োজন তার ব্যবস্থা করেছেন। শুধু তাই নায় অধ্যক্ষ মহোদয় মাঝে মাঝে ছাত্রদের অনুশীলন দেখার জন্য মাঠে চলে আসতেন। তাই আমি কলেজ প্রশাসেনর প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। আমাদের সোনার ছেলেরা যাদেরকে আমি গোল্ড – ভিক্টোরিয়ান বলি তারাই আজ জাতীয় পর্যায়ে চ্যাম্পিয়ন। সুলতান আহমেদ ও আল আমিন সাঈদ এর প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি তারা ২৭হাজার ছাত্রছাত্রীর মুখ উজ্জ্বল করেছে, আমাদের প্রিয় কলেজেকে – গৌরবান্বিত করেছে।
    কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ অধ্যক্ষ মো. আবুল বাসার ভূঞা বলেন, তাদের এই অনন্য সাফল্যে ভিক্টোরিয়া কলেজের শিক্ষক, শিক্ষার্থী ও প্রশাসন অনেক আনন্দিত ও গর্বিত। ভিক্টোরিয়া কলেজের পক্ষ থেকে সুলতান আহম্মেদ ও আল আমিন সাঈদকে প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা। তারা তাদের জয়ের ধারা অব্যাহত রাখবে – সেই প্রত্যাশা করি। তাদের উজ্জ্বল ভবিষ্যতের জন্য শুভকামনা। সংবাদ প্রকাশঃ ২৭-০৪-২০২৫ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

    আরো সংবাদ পড়ুন

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -
    Google search engine

    সর্বশেষ সংবাদ

    Recent Comments