Monday, April 28, 2025
spot_img
More

    নোয়াখালীতে গৃহকর্তাকে কুপিয়ে সৌদি প্রবাসীর বাড়িতে ডাকাতি

    সিটিভি নিউজ।। নোয়াখালী প্রতিনিধি=============
    নোয়াখালীর কোম্পানীগঞ্জে গৃহকর্তাকে কুপিয়ে এক সৌদি প্রবাসীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে।

    সোমবার (২৮ এপ্রিল) দুপুরের দিকে বিষয়টি নিশ্চিত করেন কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মুহাম্মদ ফৌজুল আজিম। এর আগে, রোববার দিবাগত রাত সোয়া ২টার দিকে উপজেলার চরকাঁকড়া ইউনিয়নের ৮নম্বর ওয়ার্ডের রাস্তার মাথা পেশকারহাট এলাকার চান মিয়া চৌকিদার বাড়িতে এই ঘটনা ঘটে।

    ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, আহছান উল্যাহ (৬৫) গত ২০-২৫ বছর ধরে সৌদি প্রবাসী ছিলেন। বর্তমানে তার দুই ছেলে একই দেশে অবস্থান করছে। ২০২২ সালে তিনি দেশে চলে আসেন। রোববার দিবাগত রাত আনুমানিক সোয়া ২টার দিকে ১০/১২ জনের একটি সশস্ত্র ডাকাতদল তার বাড়ির দেয়ালের সীমানা প্রাচীর টপকে ভিতরে প্রবেশ করে। এরপর তারা প্রধান ফটকের তালা ভেঙ্গে রাখে। একপর্যায়ে ভবনের একটি দরজা ভেঙে ঘরের ভিতরে ঢুকে পড়ে। এসময় ডাকাতের উপস্থিতি টের পায় আহছান উল্যাহ। তাৎক্ষণিক তিনি তার কক্ষ থেকে বের হয়ে দেখেন ৬-৭ জন ডাকাত দেশীয় ধারালো অস্ত্র হাতে ঘরের ভিতরে অবস্থান করছে। তখন তিনি তাদের প্রতিরোধ করার চেষ্টা করলে তাকে মাথায় দুটি ও হাতে তিনটি কোপ দিয়ে গুরুত্বর আহত করে। ওই সময় পরিবারের অন্য সদস্যরা তাদের কক্ষে ঢুকে ডাকাত, ডাকাত বলে চিৎকার দিলে ডাকাতরা গৃহকর্ত্রীর গলা থেকে একটি স্বণের চেইন ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা আহত গৃহকর্তাতে উদ্ধার করে জেলা শহর মাইজদীর একটি হাসপাতালে ভর্তি করে।

    কোম্পানীগঞ্জ থানার ওসি গাজী মুহাম্মদ ফৌজুল আজিম আরো জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। অপরাধীদের ধরতে চেষ্টা চালাচ্ছে পুলিশ। সংবাদ প্রকাশঃ ২৮-০৪-২০২৫ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

    আরো সংবাদ পড়ুন

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -
    Google search engine

    সর্বশেষ সংবাদ

    Recent Comments