সিটিভি নিউজ।। মানিক ঘোষ নিজস্ব প্রতিনিধি :==============
অবশেষে মৃত্যুর কাছে হার মেনেছে শিশু শ্রমিক তানজিম হোসেন (১১) । মাতৃহীন তানজিম হোসেনের মৃত্যুুতে থেমে গেছে তরুণদের “সাহায্যের জন্য হাত বাড়ান” নামের উদ্যোগের সকল কার্যক্রম। সর্বত্র নেমে এসেছে নিস্তদ্ধতা ।
কালীগঞ্জ শহরের অদূরে মল্লিক নগরে মেহেরান ট্রেডার্সে ওয়েলডিং মেশিনের ইলেকট্রিক শক সার্কিট থেকে পার্কিংয়ে থাকা দুটি ট্রাক আগুনে ভুষ্মিভূত হয় মঙ্গলবার (২২ এপ্রিল) । সে দিন ওয়েলডিং মেশিনে কাজ করা শিশু শ্রমিক তানজিম হোসেন (১১) ওই আগুনে মারাত্নকভাবে দগ্ধ হয় । মৃত্যুুর সাথে ৪ দিন লড়াই শেষে ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার (২৫ এপ্রিল) রাতে মারা যায় শিশু তানজিম । তানজিম হোসেন ভাতঘরা গ্রামের হতদরিদ্র ভ্যানচালক শাকিল হোসেন এর একমাত্র ছেলে । আগুনে দগ্ধ শিশুটির ভিডিও সেদিন সামাজিক যোগাযোগ মাধ্যমে (ফেসবুকে) ছড়িয়ে পড়লে সবাই শিউরে উঠে । মাতৃহীন শিশু তানজিমকে বাঁচানোর জন্য তার নিজ গ্রামের তরুণরা সেদিনই সোস্যাল মিডিয়ায় সাহায্য চেয়ে পোষ্ট করতে থাকেন । গ্রামের তরুণরা “সাহায্যের জন্য হাত বাড়ান” নামের ম্যাসেঞ্জার গ্রুপ খুলে আলোচনা করে সেদিনই সিদ্ধান্ত নেয় তানজিমকে সব ধরনের সাহায্য সহযোগিতা করার । সেভাবে গ্রামটির তরুনরা কাজ করলেও , দিনশেষে শিশু তানজিমের মৃত্যুতে নিদ্ধান্ত হয়েছে সবাই । ব্যর্থ হয়েছে তরুণদের চেষ্টা । সাহায্যের হাত বাড়ান গ্রুপের এডমিন আকাশ ইসলাম বলেন, আমাদের চেষ্টার কমতি ছিল না । তবে আমরা সময় কমই পেয়েছি । আরো সময় পেলে হয়তো আমরা শেষ চেষ্টাটুকু করতে পারতাম । শিশু তানজিমের পিতা শাকিল হোসেন বলেন , আমার পক্ষে বেশি কিছু করা সম্ভব ছিল না । আমি গরিব মানুষ । আমার কিছুই করার নেই । জানা যায় , ২২ এপ্রিল (মঙ্গলবার) আগুনে দগ্ধ তানজিমকে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয় , এ দিনেই তাকে যশোর ২৫০ শয্যা হাসপাতাল প্রেরন করে কালীগঞ্জ হাসপাতাল কর্তৃপক্ষ । যশোর থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটে ওই দিন রাতে (২২ এপ্রিল) ভর্তি করা হয় শিশু তানজিমকে । ৪ দিন পর সেখানে মৃত্যু হয় শিশুটির ।
বিশ্বমানের হাসপাতাল ঝিনাইদহের কালীগঞ্জে প্রতিষ্ঠার দাবিতে মতবিনিময় সভা, দাবি বাস্তবায়নে কমিটি গঠন । সংবাদ প্রকাশঃ ২৭-০৪-২০২৫ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=
সম্পাদক ও প্রকাশকঃ ওমর ফারুকী তাপস
মোবাইল: 01711335013
www.ctvnews24.com