
সিটিভি নিউজ।। এবিএম আতিকুর রহমান বাশারঃ দেবীদ্বার (কুমিল্লা) প্রতিনিধি/=========
কুমিল্লার দেবীদ্বারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে রুবেল হত্যা মামলায় অভিযুক্ত এলাকার ত্রাসখ্যাত সেচ্ছাসেবকলীগ নেতা আনিস মেম্বারকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (২৬ এপ্রিল) সকাল ১০টায় গোপন সংবাদের ভিত্তিতে দেবীদ্বার থানার একদল পুলিশ অভিযান চালিয়ে উপজেলার ৩নং রসুলপুর ইউনিয়নের রসুলপুর গ্রামের আজিজ মেম্বারের বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
আটক আনিস মেম্বার (৩৮) উপজেলার রসুলপুর গ্রামের নজরুল ইসলামের পুত্র। সে রসুলপুর ইউনিয়ন সেচ্ছাসেবক লীগের সভাপতি এবং ৩ নং রসুলপুর ইউনিয়ন পরিষদের সদস্য। আনিস মেম্বারের বিরুদ্ধে এলাকায় মাদক ব্যবসা, সন্ত্রাস, চাঁদাবাজী, জবরদখলসহ নানা অপরাধ সংগঠনে থানায় একাধিক মামলা রয়েছে। বিগত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে আনিস মেম্বার একজন স্বশস্ত্র সন্ত্রাসী ক্যাডারের ভুমিকায় ছিল। গত ৪ আগস্ট তার বিরুদ্ধে হামলার অভিযোগ এবং রুবেল হত্যায় জড়িত থাকার অভিযোগে একাধিক ভিডিও ফুটেজ রয়েছে। গত ৫ আগস্ট থেকে সে পলাতক ছিল। সম্প্রতি এলাকায় এসে ইয়াবা ব্যবসা, চাদাবাজী, জবরদখল এবং সন্ত্রাসী কর্মকান্ডে জড়িত থাকার অভিযোগ করেছেন স্থানীয়রা।
আনিস মেম্বার গত বছরের ৪ আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে নিহত সেচ্ছাসেবক দলের নেতা আব্দুর রাজ্জাক রুবেল হত্যা মামলায় অজ্ঞাতনামা আসামী।
এ ব্যপারে দেবীদ্বার থানার অফিসার ইনচার্জ (ওসি) শামসুদ্দীন মোহাম্মদ ইলিয়াছ জানান, আনিস মেম্বার রুবেল হত্যা মামলার এজহারভূক্ত আসামী না হলেও তদন্তে ভিডিও ফুটেজ ও স্থির চিত্রে রুবেল হত্যাকান্ডে জড়িত থাকার প্রমান পাওয়া গেছে। আজ (বৃহস্পতিবার ২৬ এপ্রিল) সকাল ১০টায় তাকে গ্রেফতার করে কুমিল্লা কোর্ট হাজতে প্রেরন করা হয়েছে। তার বিরুদ্ধে রুবেল হত্যা ছাড়াও মাদক, সন্ত্রাস, হামলা- মারামারি,চাঁদাবাজী, জবরদখলসহ নানা অভিযোগে একাধিক মামলা রয়েছে।
ছবির ক্যাপশনঃ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে রুবেল হত্যা মামলায় গ্রেফতার আনিস মেম্বার(৩৮)’র সংগৃহীত ছবি ও গ্রেফতারের পর থানা থেকে তোলা ছবি। সংবাদ প্রকাশঃ ২৬-০৪-২০২৫ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=