সিটিভি নিউজ।। কুমিল্লা সংবাদদাতা: কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার লক্ষ্মীপুর এলাকায় মোঃ শাহিন নামে এক ব্যক্তির বিরুদ্ধে প্রতারণা ও চাঁদাবাজির অভিযোগ এনে নিজ গ্রামেই মানববন্ধন করেছেন ভূক্তভোগীরা।
শনিবার (২৬ এপ্রিল) বিকেলে লক্ষ্মীপুর চৌমুহনী বাজারের সামনে আয়োজিত মানববন্ধনে কনেশতলা, একবালিয়া, ডলখুলিয়াসহ আশপাশের কয়েকটি এলাকার শত শত মানুষ অংশ নেন।
মানববন্ধন ঘিরে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। শাহিনের বিরুদ্ধে ক্ষুব্ধ এলাকাবাসী তাকে “ভণ্ড প্রতারক” আখ্যা দিয়ে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, শাহিন আলম দীর্ঘদিন ধরে ফেসবুকে লিখে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করে আসছেন। ফেসবুকে ভুয়া পেজ খুলে মিথ্যা স্ট্যাটাস ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে নিরীহ মানুষকে হয়রানি করেন তিনি।
শুধু সাধারণ মানুষ নয়, স্থানীয় ঠিকাদাররাও শাহিনের প্রতারণার শিকার। বক্তারা জানান, গুলিয়ারা ইউনিয়নের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের ঠিকাদারদের কাছ থেকে চাঁদা দাবি করেন শাহিন। চাঁদা না দিলে ফেসবুকে মানহানিকর পোস্ট দিয়ে সামাজিকভাবে হেয় করেন। অনেক ঠিকাদার ভয়ে মুখ খুলতে সাহস পাননি।
বক্তারা অভিযোগ করেন, শাহিন আলম দীর্ঘদিন ধরে প্রভাবশালী মহলের ছত্রচ্ছায়ায় থেকে এসব অপকর্ম চালিয়ে আসছেন। প্রশাসনের নির্লিপ্ততার সুযোগ নিয়ে তিনি এলাকার সাধারণ মানুষের ওপর দখলদারি কায়েম করেন। ভয়ে কেউ মুখ খুলতে সাহস পায় না।
মানববন্ধনে উপস্থিত ভুক্তভোগী রাসেল মিয়া, মাসুম, খলিল ও ফয়সাল বলেন, “শাহিন আলমের ভয়ে আমরা দীর্ঘদিন নির্যাতিত হয়েছি। আজ আমরা সাহস করে রাস্তায় নেমেছি। আমরা চাই দ্রুত তার গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তি।”
এতে বক্তারা অবিলম্বে শাহিন আলমকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান। তারা বলেন, “আমরা আর নিরব থাকব না। দ্রুত ব্যবস্থা না নিলে বৃহত্তর আন্দোলনে যাব।”
এদিকে শাহিন আলমের বিরুদ্ধে আনীত অভিযোগ ও মানব বন্ধন করা বিষয়ে শাহীন আলম তার ফেসবুক লাইভে এসে বলেন যে তার বিরুদ্ধে আনীত অভিযোগ সত্য নয় , তিনি রাস্তা নির্মানে অনিয়মের অপরাধের বিরুদ্ধে ফেসবুকে লিখেছেন। এই মানব বন্ধন বিষয়ে তিনি বিচলিত নন। তিনি কোন অন্যায় করেনি।
সংবাদ প্রকাশঃ ২৬-০৪-২০২৫ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=