
সিটিভি নিউজ।। মোঃ মোয়াজ্জেম হোসেন চৌধুরী, সংবাদদাতা রিপোর্টার : মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার ভানুগাছ রোডের ‘লন্ডন রেস্ট হাউজে’ অভিযান পরিচালনা করেছে শ্রীমঙ্গল থানা পুলিশ।
গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, উক্ত রেস্ট হাউজে অসামাজিক কার্যকলাপ চলছিল। এ তথ্যের প্রেক্ষিতে ২২ এপ্রিল সোমবার রাত ৮টা ৩০ মিনিটে শ্রীমঙ্গল থানার এসআই (নিঃ) আব্দুর রহিম জিবান ও ফোর্সসহ অভিযান পরিচালনা করেন।
অভিযানে অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকার অভিযোগে ৬ জনকে হাতেনাতে আটক করা হয়। আটককৃতদের মধ্যে রয়েছেন তিনজন পুরুষ ও তিনজন নারী।
আটককৃতরা হলেন: ১. জনি দেবনাথ (২৮), মৌলভীবাজার সদরের নলদাড়িয়া এলাকার বাসিন্দা। ২. মো. সুমন মিয়া (২৭), কিশোরগঞ্জ জেলার ইটনা থানার হরিপুর গ্রামের বাসিন্দা, বর্তমানে মৌলভীবাজার সদর এলাকায় বসবাসরত। ৩. আশরাফুল ইসলাম (২৮), নীলফামারীর ডিমলা থানার কাকিনা গ্রামের বাসিন্দা; বর্তমানে শমশেরনগর এলাকায় অবস্থান করছেন।
৪. সীমা নাথ (২৬), মৌলভীবাজার সদরের গোবিন্দপুর গ্রামের বাসিন্দা। ৫. রুমেনা আক্তার ওরফে শাহানা আক্তার (২৪), ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরের ভূরিশর গ্রামের বাসিন্দা, বর্তমানে চাঁদনীঘাট এলাকায় অবস্থান করছেন। ৬. তাসনিম বেগম (২১), কুলাউড়া উপজেলার কটারকুনা ইউনিয়নের মন্দিরা গ্রামের বাসিন্দা।
পুলিশ সূত্রে জানা যায়, অভিযানের সময় তাদের আপত্তিকর অবস্থায় পাওয়া যায়। পরে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
এ বিষয়ে শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মোঃ আমিনুল ইসলাম বলেন, “অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। জননিরাপত্তা ও সামাজিক শৃঙ্খলা রক্ষায় পুলিশ বদ্ধপরিকর।” সংবাদ প্রকাশঃ ২৪-০৪-২০২৫ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=