সিটিভি নিউজ।। মজিবুর রহমান মোল্লা নাঙ্গলকোট (কুমিল্লা) সংবাদদাতা ==================
মালয়েশিয়ায় গরুর খামার করে বাংলাদেশি কয়েকজন উদ্যোক্তা সফলতা অর্জন করেছেন। তার অন্যতম হলেন কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার বাকিহাটি গ্রামের নুর মোহাম্মদ ভূইয়া। সে ওই গ্রামের মরহুম দেলোয়ার হোসেন ভূঁইয়ার পুত্র।
জানা যায়, মালয়েশিয়ায় অন্তত ১৫ লাখ বাংলাদেশির বসবাস। সু-সম্পর্কের কারণে কর্মক্ষেত্রে মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশিরা অর্জন করছেন সফলতা। তারই ধারাবাহিকতায় প্রবাসী বাংলাদেশী এবং মালয়েশিয়ানের যৌথ উদ্যোগে রাজধানী কুয়ালালামপুরের অদূরে সেলাঙ্গর রাজ্যের বানতিং এলাকায় আধুনিক পদ্ধতিতে গড়ে তুলেছেন তাইয়্যিব রেঞ্চ নামের গরুর খামার। ২০২২ সাল থেকে বিশ্ব বিখ্যাত আমেরিকান ব্রাহমাসহ বিভিন্ন উন্নত জাতের গরুর খামার করে তাক লাগিয়ে দিয়েছেন বাংলাদেশী উদ্যোক্তাগণ। নয়নাভিরাম প্রাকৃতিক সুন্দর পাম বাগানের মাঠে তারা গড়ে তুলেছেন বিশ্ব খ্যাত কয়েক শতাধিক গরুর এ খামার। প্রশিক্ষণপ্রাপ্ত একদল তরুণ নিয়মিত খামারের গরুর দেখবারের দায়িত্ব পালন করে আসছেন। প্রতিনিয়ত খামারটি দেখতে ভিড় জমাচ্ছেন মালয়েশিয়ান ও প্রবাসী বাংলাদেশি লোকজন।
মালয়েশিয়ায় কোরবানির গরু কেনার জন্য সাধারণত কোন গরুর হাট বাজার বসানো হয় না। স্বাভাবিকভাবে নির্দিষ্ট মসজিদ বা খামারেই পশু কোরবানী করা হয়।
এদিকে, মালয়েশিয়ান কমিউনিটির রীতি অনুযায়ী খামারে গরু প্রদর্শন, গরু পছন্দ করে কোরবানির আগেই গরু কেনার জন্য সম্প্রতি 'কোরবান কার্নিভাল' তাইয়িব রেঞ্চ শুরু করা হয়েছে। এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মালয়েশিয়ান ও বাংলাদেশী কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ। এ আয়োজনে মুগ্ধ হয়েছেন কমিউনিটির লোকজন।
এ খামারে রয়েছে এক লাখ টাকার দেশী গরু থেকে ১০ লাখ টাকা দামের ব্রাহমা, ক্রস ব্রাহমা, বেলজিয়াম ব্লু, ফ্রান্সিস লেবুচিনি, ফিজিয়ান, ইন্দো - মালয়েশিয়ান অন্তত শতাধিক গরু। কোরবানির জন্য আদর্শ গরু উৎপাদনের লক্ষ্যে আধুনিক প্রযুক্তি ও অর্গানিক পদ্ধতি অবলম্বন করে এ খামার গড়ে তোলা হয়েছে।
আগামী ৩০ মে থেকে ৮ জুন পর্যন্ত রাজ্যের শাহ আলমে এই প্রথম তাইয়্যিব রেঞ্চের আয়োজনে চলবে কার্নিভাল কোরবান মেলা। মেলায় প্রদর্শন করা হবে বিভিন্ন প্রজাতির গরু। সেখান থেকে পছন্দের গরু কিনে কোরবানী দেওয়ার ব্যবস্থা থাকবে বলে জানান তাইয়্যিব রেঞ্চ কর্তৃপক্ষ।
ব্যবসায়ী নুর মোহাম্মদ ভূইয়া বলেন, প্রশিক্ষণপ্রাপ্ত একদল তরুণ নিয়মিত খামারের গরু দেখবারের দায়িত্ব পালন করে আসছেন। আগামী ঈদুল আযহা উপলক্ষে কোরবানিসহ বিভিন্ন প্যাকেজের আওতায় ১ লাখ থেকে শুরু করে ১০ লাখ টাকা দামের দেশী-বিদেশি উন্নত জাতের গরু এখানে পাওয়া যায়। কোরবানির জন্য মালয়েশিয়ান স্থানীয় ও প্রবাসীরা এখনই গরু কিনে রাখতে পারবেন। খামার কর্তৃপক্ষ চুক্তি মোতাবেক কোরবানি পর্যন্ত গরু পালনের দায়িত্ব পালন করারও ব্যবস্থা রেখেছেন। সংবাদ প্রকাশঃ ২৪-০৪-২০২৫ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=