Friday, April 25, 2025
spot_img
More

    মাদক সেবনে কাল হল ৩ যুবকের, বুড়িচংয়ে ট্রেনে কাটা পড়ে ৩ টুকাই যুবকের মৃত্যু

    সিটিভি নিউজ।। সৌরভ মাহমুদ হারুন == সংবাদদাতা জানান ====কুমিল্লা বুড়িচং উপজেলার বাকশীমূল ইউনিয়ন এর মাধবপুরে ট্রেনে কাটা পড়ে ৩ যুবকের মৃত্যু হয়েছে। এর মধ্যে পুলিশ দুই যুবক টুকাইএর পরিচয় পেয়েছে একজন অজ্ঞাত রয়েছে। তবে পুলিশের ধারণা অপর জনও টুকাই হবে।

    বুধবার (২৩ এপ্রিল) ভোরে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ সোহেল মোল্লা।

    কুমিল্লা রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ সোহেল রানা মোল্লা জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে তিনি ঘটনাস্থলে আসেন। সিলেট থেকে চট্টগ্রামগামী উদয়ন ট্রেন পথের ডাউন লাইনের ১৬২/০১ এর কুমিল্লার বুড়িচং উপজেলার বাকশীমূল ইউনিয়নের মাদবপুর এলাকায় এই তিন যুবক ট্রেনে কাটা পারে।

    তিনি আরও বলেন, নিহতদের মধ্যে ২ জনের পরিচয় পাওয়া গেছে। খবর পেয়ে বুড়িচং থানা ও রেলওয়ে ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে আসে।

    স্থানীয়রা জানান, ভোরে ঘটনাস্থলের কাছাকাছি ট্রেন কয়েকবার হুইসেল দেয়। তখন হয়তো ওই তিন যুবক ট্রেন কাটা পড়ে।

    স্থানীয় সোহেল নামে এক যুবক জানায়, লোক মাধ্যমে খবর পেয়ে তিনি ঘটনাস্থলে আসেন। এসময় তিনি ২ যুবককে জীবিত দেখতে পান। তাদের পা ও হাত কাটা ছিল। তাদের সাথে কথা বলার চেষ্টা করেন তিনি। এ সময় আহত দুই যুবক বাঁচানোর জন্য আকুতি করছিল ও পানি চাইছিল। এর কিছুক্ষণ পরই একে একে দুই যুবক মারা যান।

    তিনি আরো জানান, ঘটনাস্থলের ঠিক ৫০ গজ দূরে রেল লাইনের পাশে একটি পরিত্যক্ত ঘর রয়েছে। এই ঘরটিতে প্রতিনিয়ত মাদক সেবন করত বখাটেরা। নিহত এই যুবকগুলোকে এই এলাকায় কখনো দেখা যায়নি।
    রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ সোহেল রানা মোল্লা মঙ্গলবার দুপুরে এই প্রতিনিধি কে জানান ট্রেনে কাটা পড়া ২ যুবকের পরিচয় পাওয়া গেছে। জেলার দেবিদ্বার উপজেলার ৫ নং ওয়ার্ডের মোখলেসুর রহমান ছেলে সাইফুল ইসলাম (১৮)। সাইফুল ইসলাম পেশায় টুকাই তার পিতা মাতা কুমিল্লা রেলওয়ে স্টেশনে আশে পাশে ভিক্ষা বৃত্তি করে আর সাইফুল ও শহর আশেপাশে টুকাই এর কাজ করত।
    অপর যুবক সে চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে আশেপাশে টুকাই এর কাজ করত স্থানীয় লোকজন পুলিশ কে নিশ্চিত করেছেন। তার নাম তুহিন (১৭)। বাবা মার পরিচয় গ্রামের ঠিকানা পাওয়া যায়নি। অপর অজ্ঞাত যুবকএকই পথিক বলে ধারনা করা হচ্ছে।
    কুমিল্লা রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ সোহেল রানা মোল্লা আরও জানান ট্রেনে কাটা পড়া লাশগুলো ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের জন্য প্রেরণ করা হয়েছে।

    এ বিষয়ে বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আজিজুল হক জানান, ভোরে খবর পেয়ে তিনি সর্বপ্রথম ঘটনাস্থলে আসেন। এবং রেল লাইনের উপরে খন্ড-বিখন্ড মরদেহগুলো দেখতে পান। পরবর্তীতে তিনি রেলওয়ে পুলিশকে খবর জানান। রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে উদ্ধার করেন। সংবাদ প্রকাশঃ ২৪-০৪-২০২৫ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

    আরো সংবাদ পড়ুন

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -
    Google search engine

    সর্বশেষ সংবাদ

    Recent Comments