
সিটিভি নিউজ।। মোহাম্মদ মাসুদ মজুমদার : সংবাদদাতা জানান =====
কুমিল্লার বরুড়ায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে আউশ আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে বিনামূল্যে সার ও বীজ বিতরণ কর্মসূচির উদ্বোধন।
২১ এপ্রিল সোমবার সকাল ১০টায় বরুড়া উপজেলা পরিষদ ক্যাম্পাসে বরুড়া উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে খরিপ-১/২০২৫ -২০২৬ মৌসুমে উফশী আউশ ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির জন্য ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণের লক্ষ্যে প্রণোদনা কর্মসূচীর উদ্বোধন করেন বরুড়া উপজেলা নির্বাহী অফিসার নু-এমং মারমা মং।
প্রণোধনা বিতরণ কর্মসূচির সভাপতিত্ব করেন
বরুড়া উপজেলা কৃষি অফিসার মোঃ জাহিদুল ইসলাম। এসময় আরও উপস্থিত ছিলেন বরুড়া উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-সহকারী কৃষি অফিসার মোহাম্মদ আলী, প্রদীপ দাস, পলাশ মজুমদার, সহ অন্যান্য নেতৃবৃন্দ ও আগত কৃষকবৃন্দ।
এদিন উপজেলার ১৫ ইউনিয়ন ও একটি পৌরসভার মোট ৭ হাজার কৃষক কে ৫ কেজী করে উফসী আউস ধানের বীজ, ১০ কেজি ডিএপি সার বিতরণ করা হয়েছে। উল্লেখ্য বরুড়া উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর যে কোন দূর্যোগ পরিস্থিতি ও সাম্প্রতিক সময়ে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে বরুড়া উপজেলা নির্বাহী অফিসার নু-এমং মারমা মং এর সহযোগিতায় প্রণোদনা হিসেবে বিনামূল্যে ধান বীজ, সার ও বারো মাসি সবজি বীজ এবং নগদ অর্থ বিতরণ করে। সংবাদ প্রকাশঃ ২২-০৪-২০২৫ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=