সিটিভি নিউজ।। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) আইকিউএসি কর্তৃক আয়োজিত বিশ্ববিদ্যালয়ে নতুন নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের নিয়ে ‘অফিস ম্যানেজমেন্ট এন্ড প্রফেশনাল ডেভলপমেন্ট' শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (২১ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের ভার্চুয়াল ক্লাসরুমে এ কর্মশালার আয়োজন করা হয়।
আইকিউএসি’র পরিচালক অধ্যাপক ড. খলিফা মোহাম্মদ হেলাল-এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মো. হায়দার আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় উপ-উপাচার্য অধ্যাপক ড. মাসুদা কামাল ও মাননীয় ট্রেজারার প্রফেসর ড. মোহাম্মদ সোলায়মান। এছাড়া, রিসোর্স পারসন হিসেবে ছিলেন ঢাকা বিএমআই-এর অ্যাকাউন্টিং অ্যান্ড ফিন্যান্সিয়াল ম্যানেজমেন্ট ডিভিশনের প্রধান এম. আমিনুর।
প্রধান অতিথির বক্তব্যে মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মোঃ হায়দার আলী বলেন, ‘সেল্ফডেভলপমেট খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আপনার নিজের যে অনলাইন প্রোফাইল আছে তা আপনি নিজে আপডেট করবেন, নিজে ইমেইল করবেন। কোন কাজ অন্যকে দিয়ে বা পিয়নকে দিয়ে করাবেন না, কিংবা আপনি দোহাই দিবেন না আপনি অন্য সেক্টরের। কোন ধরনের পিয়ন বা অপারেটরের ডিপেনডেন্সিতে থাকবেন না। নিজের কাজ নিজেরা করবেন, এটাই টাইম ম্যানেজমেন্ট।
মাননীয় উপ উপাচার্য অধ্যাপক ড.মাসুদা কামাল বলেন, অফিস ম্যানেজমেন্ট ও প্রফেশনাল ডেভলপমেন্ট হলো মুদ্রার এপিঠ-ওপিঠ। অর্থাৎ অফিস ম্যানেজমেন্ট ইফেক্টিব অফিস পরিচালনা করে থাকে। আর এই ইফেক্টিব অফিস পরিচালনার জন্যই একজন কর্মীর দক্ষতা ও যোগ্যতা বৃদ্ধি পায়। অফিস ম্যানেজমেন্টে আমাদের উৎপাদনশীলতা বাড়ায়। কাজের দক্ষতা বৃদ্ধি করে।
মাননীয় ট্রেজারার প্রফেসর ড. মোহাম্মদ সোলায়মান বলেন, আমরা যারা শিক্ষকতায় আসি, তাদের একটা ভালো লাগার জায়গা যে পৃথিবীতে কাজ করার যতগুলো সেক্টর আছে, সেগুলোতে যাওয়ার জন্য কর্মী বা নাগরিক আমরা তৈরি করি, জ্ঞান তৈরি করি, জ্ঞান ডিস্ট্রিবিউট করি, জ্ঞান সৃষ্টি করি। আমরা ক্রিটিক্যাল থিংকিং করি, আমরা থিওরি ডেভলপমেন্ট করি। এগুলোর জন্য আমাদের প্রফেশনাল ডেভেলপমেন্ট খুবই জরুরী।
অতিথিদের বক্তব্য শেষে, ঢাকা বিআইএম-এর অ্যাকাউন্টিং অ্যান্ড ফিন্যান্সিয়াল ম্যানেজমেন্ট ডিভিশনের প্রধান এম. আমিনুর প্রযুক্তিগতসহ বিভিন্ন বিষয়ে কর্মশালা পরিচালনা করেন। বার্তা প্রেরকঃঃ
মোহাম্মদ এমদাদুল হক
জনসংযোগ কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব)
কুমিল্লা বিশ্ববিদ্যালয়। সংবাদ প্রকাশঃ ২২-০৪-২০২৫ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=