
সিটিভি নিউজ।। বিল্লাল হোসেন, মুরাদনগর থেকে ঃ সংবাদদাতা জানান =====
কুমিল্লার মুরাদনগরে ডাকাত সন্দেহে জোড়া খুনের ঘটনায় আসামী গ্রেফতার করতে সহযোগিতা করায় স্বাক্ষীসহ দু’জনকে কুপিয়ে জখম করা হয়েছে। শুক্রবার রাতে উপজেলার দারোরা ইউনিয়নের পালাসুতা গ্রামে এ ঘটনা ঘটে।
জানা যায়, ২০২৩ সালের ১২ জানুয়ারি রাতে কুমিল্লার মুরাদনগর উপজেলার দারোরা ইউনিয়নের পালাসুতা গ্রামে ডাকাত সন্দেহে শ্বশুর নাবু মিয়ার ঘর থেকে তার মেয়ের স্বামী ও দুই বন্ধুকে ধরে এনে গণপিটুনি দেয়। এতে ঘটনাস্থলেই কাজিয়াতল গ্রামের আব্দুস ছালামের ছেলে নুরু মিয়া (২৮), পালাসুতা গ্রামের মৃত গিয়াস উদ্দিনের ছেলে ইসমাইল হোসেন (২৭) মারা যায়। এ ঘটনার ২৫ মাস পর কুমিল্লার সিআইডি পুলিশ গত বুধবার দুপুরে পালাসুতা গ্রামের আবদুল বারেকের ছেলে রবিউল হোসেন (৩৪) ও সুন্দর আলীর ছেলে পারভেজ মিয়াকে (২৫) গ্রেফতার করে।
আসামী গ্রেফতারের পর থেকে জোড়া খুনের আসামী আলাউদ্দিন আলা, রশিদ চেয়ারম্যানের ছেলে মুর্শিদ, মৃত আবদুল খালেকের ছেলে দেলোয়ার ও জাকির ক্ষীপ্ত হয়ে মামলার বাদী ও স্বাক্ষীদের খুঁজতে থাকে। শুক্রবার রাত আনুমানিক সাড়ে ৯টায় উক্ত জোড়া খুনের স্বাক্ষী পালাসুতা গ্রামের মৃত আম্বর আলীর ছেলে পল্লী চিকিৎসক আবুল হাসেম (৩৫) ও আবু তাহেরের ছেলে কায়েসকে (২৪) পালাসুতা জাহাঙ্গীর মার্কেটে পেয়ে তাদের উপর আক্রমন চালায়। হামলা কারীরা রামদা দিয়ে কুপিয়ে ও লোহার রড দিয়ে পিটিয়ে তাদেরকে গুরতর আহত করে। শোর চিৎকার শুনে এলাকাবাসী তাদেরকে উদ্ধার করে চিকিৎসার জন্য মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
মামলার বাদী লিটন শিকদার জানান, যাদের কুপিয়ে ও পিটিয়ে আহত করেছে তাদের অপরাধ তারা জোড়া খুনের আসামী গ্রেফতারে সিআইডি পুলিশকে সহযোগিতা করেছিল। আসামী গ্রেফতারের পর থেকে নিহত নুরু মিয়া ও ইসমাইল হোসেনের মতো বাদী ও স্বাক্ষীদের পরিনতি হবে বলে আসামীরা হুমকি ধমকি দিয়ে যাচ্ছে।
মুরাদনগর থানার ওসি জাহিদুর রহমান বলেন, ঘটনাটি শুনেছি, তবে এ ঘটনায় কেউ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। সংবাদ প্রকাশঃ ২০-০৪-২০২৫ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=