সিটিভি নিউজ।। এন এ মুরাদ, মুরাদনগর। সংবাদদাতা জানান =====
রবিউল আহসান হাবিব ( ৩০) কিছুদিন আগেও ছিলেন আর দশজনের মতো সুস্থ, স্বাভাবিক ও কর্মঠ। তিনি মানুষের বাসা- বাড়িতে গিয়ে কোরআন শিক্ষা দেন। পাশাপাশি নীজ গ্রামের একটি মসজিদে ইমামতি করতেন। মরনব্যাধি ক্যান্সার আক্রান্ত হয়ে হাবিবের জীবন এখন নিভূ-নিভূ।
মুরাদনগর উপজেলার ১৫ নং নবীপুর পশ্চিম ইউনিয়নের কুলুবাড়ি গ্রামে তাঁর জন্ম। পিতা মৃত: আব্দুল মালেক পল্লী বিদ্যুত অফিসে পিয়ন পদে চাকরী করতেন। তিনিও মফুসফুসের ক্যানসারে আক্রান্ত হয়ে ২০১৭ সালে মৃত্যু বরন করেন।
বাবার চাকরির সুবাদে শৈশবে থাকতেন সিলেট, ভর্তি হয়েছিলেন স্কুলে। ৪র্থ শ্রেনীতে পড়াকালীন সময়ে মন পালটে যায় তাঁর । বাবার অনুমতি নিয়েই ভর্তি হন সিলেট ফুলতলী মাদ্রাসায়। সেখান থেকে আলিম পাশ করেন।
পরবর্তীতে দেবিদ্বার উপজেলার সৈয়দপুর কামিল মাদরাসা থেকে কামিল মাস্টার্স পাশ করেন।
কারী মাওলানা হাবিবুর রহমান কোথাও চাকুরী না পেয়ে স্হানীয় একটি মসজিদে ইমামতী নেন।
জানা যায়, রবিউল আহসান হাবিব ২০২০ সালে সুমাইয়া আক্তারের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। ৩ বছরের একটি পুত্র সন্তান রয়েছে এই দম্পতির ঘরে । সংসারের একমাত্র উপার্জনক্ষম ব্যাক্তি রবিউল আহসান হাবিব। ৭০ বছরের বৃদ্ধা মাকে নিয়ে একসাথে থাকতেন তিনি।
সন্তান ক্যান্সারোগাক্রান্তের খবর শুনে দিশেহারা মা । ভিটে বাড়ির জায়গা ছাড়া তার কাছে আর কিছুই নাই। সম্পত্তি যা ছিলো তা স্বামীর চিকিৎসার সময় বিক্রি করে দিয়েছেন। সন্তানের চিকিৎসার টাকা নাই। সন্তানকে বাঁচাতে আকুতি জানান তিনি। আর চোখের পানি ফেলে রবিউলের সুস্থতার জন্য দোয়া করছেন।
ক্যান্সার আক্রান্ত রবিউল আহসান হাবিব জানান, চলতি বছরের ২৮ মার্চ এম এন হেলথ কেয়ার কোম্পানীগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসা নিতে গিয়ে প্রাথমিক পরীক্ষায় ক্যান্সার ধরা পড়ে। দ্বিতীয়বার ১২ এপ্রিল ২০২৫ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে গিয়ে পরীক্ষায় করেন, সেখানে নিশ্চিত হন তিনি ক্যান্সার রোগে আক্রান্ত।
এর আগে পেট ব্যাথা, ডায়রিয়া, কোষ্ঠকাঠিন্য, ও পায়খানার আগে-পরে নিয়মিত রক্ত যাওয়া এবং অতিরিক্ত দূর্বলতা ছিলো ।
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে একটি থেরাপি দেয়া হয়েছে। আরো ৭ বার সার্কেল কেমোথেরাপি দিতে হবে।
হাবিব সকলের নিকট সাহায্য ও দোয়া চান । সুস্হ্য হয়ে তিনি আবারও কোরআনের খেদমত করতে চায়।
সমাজের বিত্তশালী ও দয়াবানরা কোরআনের এই খাদেমকে সহযোগিতা করতে চাইলে সাহায্য পাঠানোর ঠিকানা :
মোঃ রবিউল আহসান হাবীব।
ব্যাংক একাউন্ট
MD ROBEUL AHSAN HABIB
A/C No. 0170 125 842 811
বিকাশ নাম্বার 01750-249254 সংবাদ প্রকাশঃ ২০-০৪-২০২৫ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=