
সিটিভি নিউজ।। মজিবুর রহমান মোল্লা নাঙ্গলকোট(কুমিল্লা)সংবাদদাতা================
কুমিল্লার নাঙ্গলকোটে এসএসসি ইংরেজী (আবশ্যিক) ২য় প্রত্রর পরীক্ষা চলাকালে নকল সরবরাহে দায়ে ইমরান হোসেন (১৯) নামে এক যুবককে ছয় মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল বৃহস্পতিবার ডাঃ যোবায়েদা হান্নান হাই স্কুল এন্ড কলেজ কেন্দ্রে জেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট রাফিদ খাঁন এই দন্ডাদেশ প্রদান করেন। তাছাড়া নকল করার দায়ে আরো চার কেন্দ্রের ১৫ পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।
জানা যায়, ইংরেজি ২য় পত্রের পরীক্ষা চলাকালে পেরিয়া ইউনিয়নের ডাঃ যোবায়েদা হান্নান হাই স্কুল এন্ড কলেজ পরিদর্শনে যায় নির্বাহী ম্যাজিস্ট্রেট রাফিদ খাঁন। এসময় ইমরান হোসেন তার আত্নীয়কে নকল দিতে তৃতীয় তলায় গেলে সেখান থেকে তাকে পুলিশের সহযোগিতায় আটক করে কেন্দ্রের দায়িত্বরত কর্মকর্ত।
উপজেলা শিক্ষা অফিস সূত্রে জানা যায়, অসদুপায় অবলম্বনের দায়ে নাঙ্গলকোট আফসারুল উলূম কামিল মাদ্রাসার ৪ জন, ধাতিশ^র স্কুল এন্ড কলেজের ২ জন, জোড্ডা আলিম মাদ্রাসায় ৫ জন, জোড্ডা উচ্চ বিদ্যালয়ের ৪ পীরক্ষার্থীসহ ১৫ জনকে বহিস্কার করা হয়।
এবিষয়ে সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রাফিদ খাঁন বলেন, নকল সরবরাহের অপরাধে কেন্দ্রের দায়িত্বরত অফিসার ইমরান হোসেনকে আটক করে অফিসে রাখে। তাকে নিয়ে উপজেলায় আসার সময় এলাকার কিছু লোকজন গাড়ী সামনে দাঁড়িয়ে হট্টগোল সৃষ্টি করে। পরে তাকে উপজেলা সদরে এনে ৬মাসের কারাদন্ড দেওয়া হয়।
সংবাদ প্রকাশঃ ১৮-০৪-২০২৫ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=