সিটিভি নিউজ।। প্রেসবিজ্ঞপ্তি।। সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) কর্তৃক আনুমানিক ১,৯৭,৬৭,৩৪০/- টাকা মূল্যের বিপুল পরিমাণ মাদক ও বিভিন্ন প্রকার অবৈধ মালামাল আটক করেছে।
সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) এর দায়িত্বপূর্ণ এলাকার কুমিল্লা জেলার সীমান্তবর্তী ব্রাহ্মণপাড়া ও বুড়িচং উপজেলার সীমান্ত হতে শংকুচাইল, শশীদল, সালদানদী ও বড়জ্বালা বিওপি এবং ব্রাহ্মণবাড়িয়া জেলার সীমান্তবর্তী আখাউড়া ও কসবা উপজেলার সীমান্ত হতে আখাউড়া, ঘাগুটিয়া, চন্ডিদার, কসবা ও মাদলা বিওপি কর্তৃক ১১ এপ্রিল ২০২৫ তারিখ হতে ১৮ এপ্রিল ২০২৫ তারিখ পর্যন্ত মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে আনুমানিক ১,৯৭,৬৭,৩৪০/- (এককোটি সাতানব্বই লক্ষ সাতষট্টি হাজার তিনশত চল্লিশ) টাকা মূল্যের বিপুল পরিমাণ ভারতীয় অবৈধ মাদক ও বিভিন্ন প্রকার মালামাল এবং ০১ (এক) জন আসামী আটক করে।। জব্দকৃত মালামালের মধ্যে রয়েছে কিসমিস ২৭ কেজি, গরু ০২ টি, চকলেট- ৯৩৫ পিস, চা-পাতা-০২ কেজি, চাউল ৭,৫৮৫ কেজি, চিংড়ি মাছের রেনু ৮১ বক্স, চিনি-৮৩২ কেজি, ডরমিন মলম ২৭৫ পিস, চুলের তৈল ৮১ বোতল, দুধ ০১ কেজি, পন্ডস পাউডার ১,৫৮৪ পিস, ফুসকা ৮১৮ কেজি, বিভিন্ন প্রকার বাঁজি ৫৩,৬০১ পিস, বিভিন্ন প্রকার মোবাইল ১৬৮ টি, বিভিন্ন প্রকার মোবাইল ডিসপ্লে ২৪৩ পিস, নেহা মেহেদী ১১৩৮ পিস, এ্যানার্জি ড্রিংকস ৭৮৭ বোতল, শাড়ী ৩১ পিস, শ্যাম্পু ২৩৫ পিস, সাবান ৭৯ পিস, বাংলাদেশী অটো রিক্সা-০১ টি, ভারতীয় ইয়াবা ট্যাবলেট ৪,৮১৫ পিস, হুইস্কি (বিভিন্ন প্রকার বিদেশী মদ) ৪০ বোতল, বিয়ার ১৩৮ বোতল, ইস্কাপ সিরাপ ২৫৮ বোতল, গাঁজা ২৮ কেজি এবং সিগেরেট ২,৪৫০ প্যাকেট। আটককৃত আসামীর নাম ও ঠিকানাঃ মোঃ মাহিন (১৮), পিতা- মোঃ এনামুল হোসেন (সরোয়ার), গ্রাম-শিমরাইল, পোষ্ট-শিমরাইল, থানা-কসবা, জেলা-ব্রাহ্মণবাড়িয়া।
সর্বদা সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে ৬০ বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোতভাবে অব্যাহত রেখেছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে এসব অবৈধ মাদকদ্রব্য জব্দ করে। ======
বার্তা প্রেরকঃ
লেঃ কর্নেল মোঃ জিয়াউর রহমান, পিবিজিএম, বিজিবিএমএস, এএসসি
পরিচালক
অধিনায়ক
সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) । সংবাদ প্রকাশঃ ১৮-০৪-২০২৫ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=