সিটিভি নিউজ।। মানিক ঘোষ নিজস্ব প্রতিনিধি =============
ঝিনাইদহের কালীগঞ্জ বেগবতী নদীতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মাছ শিকার করা বাঁধ আপসারণ করা হয়েছে। বুধবার সকালে কালীগঞ্জ উপজেলা সহকারি কমিশনার (ভূমি) শাহিন আলম ওই অভিযান চালিয়ে বাঁধ অপসারণ করেন। এ সময় নদীর বাঁধে ব্যবহৃত জাল ও বাশ ধ্বংস করা হয়।
কালীগঞ্জ উপজেলা মৎস্য কর্মকর্তা হাসান সাজ্জাদ জানান, উপজেলার জামাল ইউনিয়নের বলরামপুর গ্রামে বেগবতী নদীতে প্রায় একমাস ধরে বাঁধ দিয়ে মাছ শিকার করছিল একটি প্রভাবশালী মহল। এমন বিষয়টি অবহিত হয়ে বুধবার নির্বাহী ম্যাজিষ্টেট শাহিন আলমের নেতৃত্বে বাধ অপসারনে অভিযানে বের হন। তারা ঘটনাস্থলে গিয়ে দেখতে পান, বাঁশ ও জাল দিয়ে নদীতে আড়াআড়ি ভাবে প্রায় দুইশত ফুট বাঁধ দেওয়া রয়েছে। অভিযান টিম ওই বাঁধে ব্যবহৃত জাল ও বাশ জব্দ করে ধ্বংস করেন। এবং পরবর্তিতে আর কেউ যাতে বাধ না দিতে পারে এজন্য স্থানীয় বাসিন্দাদেরকে কাগজে স্বাক্ষর নেওয়া হয়। অভিযানকালে কালিগঞ্জ থানা পুলিশের সদস্যগন উপস্থিত ছিলেন। সংবাদ প্রকাশঃ ১৭-০৪-২০২৫ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=